দিনহাটা: এবার কর্মীসভায় নাম না করে দলেরই নেতাদের হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ (Udayan Guha)। তৃণমূল নেতাদের সালিশি সভায় না যাওয়ারও নির্দেশ দেন মন্ত্রী। রবিবার রাতে দিনহাটার (Dinhata) খট্টিমারি উপস্বাস্থ্য কেন্দ্রের মাঠে তৃণমূলের কর্মীসভায় যোগ দেন মন্ত্রী।
প্রসঙ্গত, পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে বুড়িরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের ভোট ব্যাংকে ভরাডুবি দেখা যায়। সেই কারণে একপ্রকার অঞ্চল ও বুথ নেতৃত্বের উপর ক্ষোভ উগরে দেন উদয়ন। নাম না করে উদয়ন নিজের দলের নেতাদেরই বলেন, ‘অনেকেই বিভিন্ন সময়ে সালিশি সভা, বিয়ের নাম করে টাকা তুলে নিজের পকেটে ঢুকিয়ে রাখেন।’ যদি এরপর কোনওরকম আর্থিক দুর্নীতি নিয়ে অভিযোগ আসে তাহলে সেসব নেতাকে দল থেকে বহিষ্কার করা হবে বলে হুঁশিয়ারি দেন মন্ত্রী। তিনি আরও বলেন, ‘দিনহাটা মহকুমাতে সবচেয়ে বেশি বুড়িরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় উন্নয়ন হয়েছে। তবুও সাধারণ মানুষ বিজেপিকে ভোট দেয়।’ এনিয়ে নিজের দলের নেতাদেরও দোষারোপ করেন উদয়ন। বলেন, ‘সাধারণ মানুষের সঙ্গে কোনও যোগাযোগ রাখেন না নেতারা, তাই নির্বাচনে দলের ফলাফলে এই অবস্থা।’