হরিশ্চন্দ্রপুর: উদয়ন গুহ-র (Udayan Guha) নিশানায় এবার সেনাবাহিনী। পহেলগাঁওকাণ্ডের (Pahalgam Terror Attack) দায় মঙ্গলবার কার্যত সেনাবাহিনীর উপরেই চাপিয়ে দেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। হরিশ্চন্দ্রপুর কলেজের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধনের মঞ্চ থেকে সরাসরি বিজেপিকে আক্রমণ করে কাশ্মীরের জঙ্গি হামলার তীব্র সমালোচনা করেন মন্ত্রী। পাশাপাশি ঘটনার জন্য সেনাবাহিনীর ব্যর্থতাকে দায়ী করেন তিনি। কেন আগাম সর্তকতা নেওয়া হয়নি? নিরাপত্তা ব্যবস্থা কেন এত ঢিলে ছিল? প্রশ্ন তোলেন দিনহাটার বিধায়ক। তিনি বলেন, ‘জঙ্গি ঘাঁটি ধ্বংস করলে হবে না। জঙ্গিদের নিকেশ করতে হবে।’
এখনও অভিযুক্ত চার জনই অধরা কেন? এদিন সে প্রশ্নও তোলেন মন্ত্রী। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) কড়া সমালোচনা করে উদয়ন গুহ বলেন, শুধু সেনাবাহিনীর পোশাক পরে যুদ্ধ বিমানে ঘুরে বেড়ান। ওঁনার যদি এতই সাহস, তাহলে বন্দুক হাতে যুদ্ধক্ষেত্রে যাচ্ছেন না কেন? দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতির ভবিষ্যৎ কেন একজন ভিনদেশের প্রেসিডেন্ট নির্ণয় করবেন? প্রশ্ন তোলেন তিনি।
এদিন হরিশ্চন্দ্রপুর কলেজ থেকেই হরিশ্চন্দ্রপুর বিধানসভা এলাকার ৬টি রাস্তার শিলান্যাস, হরিশ্চন্দ্রপুর কলেজের দ্বিতল ভবনের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। সর্বমোট হরিশ্চন্দ্রপুর বিধানসভায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বিগত তিন বছরে ৪০ কোটি টাকার কাজ হয়েছে বলে জানা গিয়েছে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তজমুল হোসেন, জেলা পরিষদের সহকারি সভাপতি এটিএম রফিকুল, জেলা পরিষদ সদস্যরা মর্জিনা খাতুন সহ আরও অনেকে।