উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত দু’দিন থেকে মহারাষ্ট্রে রাজনৈতিক টানাপড়েন অব্যাহত। এরই মাঝে কোভিড বিধি ভঙ্গ করে সমর্থকদের সঙ্গে দেখা করলেন উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। প্রসঙ্গত,গতকালই মহারাষ্ট্র সরকারের মুখ্যমন্ত্রীর দপ্তরের তরফ থেকে জানানো হয়, কোভিড আক্রান্ত হয়েছেন তিনি। কোভিড আক্রান্ত অবস্থায় কিভাবে একজন ব্যাক্তি জনসমক্ষে আসতে পারে সেই বিষয়ে প্রশ্ন তুলে গতকাল রাত্রে মালাবার হিল থানায় উদ্ধব ঠাকরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা তাজিন্দার বাগগা । বিজেপি নেতা আমিত মালব্য এ বিষয়ে প্রশ্ন তুলে বলেন, ‘আমরা জানতাম তিনি কোভিড আক্রান্ত, তবুও তিনি শরদ পাওয়ার ও সমর্থকদের সঙ্গে দেখা করেন। একজন দায়িত্ববান ব্যাক্তি হিসেবে তিনি অনুচিত কাজ করেছেন।’ তিনি আরও কটাক্ষ করে বলেন, ‘এই জন্যেই তাঁর দলের বিধায়কেরা বিদ্রোহী হয়ে উঠেছে।’ এনিয়ে শিব সেনার তরফে এখনও প্রতিক্রিয়া মেলেনি।
আরও পড়ুন : ত্রিপুরায় আজ মানিক সাহার ভাগ্য পরীক্ষা, শুরু উপনির্বাচনের লড়াই