উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২০ বছর পর ফের একমঞ্চে দুই তুতো ভাই উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরে (Uddhav Thackeray-Raj Thackeray)। মহারাষ্ট্রে হিন্দি ভাষার আগ্রাসন রুখতে এবং মারাঠিদের স্বার্থরক্ষায় শনিবার ‘আওয়াজ মারাঠি চা’ (Awaj Marathi Cha) নামের বিজয় সমাবেশের ডাক দিয়েছিল উদ্ধবের শিবসেনা (Shiv Sena) ও রাজের মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (MNS)। আর সেখানেই মঞ্চে পাশাপাশি দাঁড়িয়ে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন দুজনে।
আর উদ্ধব ও রাজের একমঞ্চে আসা যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের (Maharashtra CM Devendra Fadnavis) জন্যই সম্ভব হয়েছে তা উল্লেখ করেছেন রাজ ঠাকরে। এদিনের সমাবেশে দাঁড়িয়ে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, ‘আজ ২০ বছর পর উদ্ধব এবং আমি একত্রিত হয়েছি। বালাসাহেব ঠাকরে (মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা) যা করতে পারেননি, দেবেন্দ্র ফড়নবিশ তা করে দেখিয়েছেন। আমাদের দুজনকে এক করে দিয়েছেন।’ একইভাবে উদ্ধবও বলেন, ‘একসঙ্গে থাকার জন্যই এক হয়েছি।’
দুই ভাইয়ের এই ঐতিহাসিক পুনর্মিলন হয়েছে মহারাষ্ট্রের ফড়নবিশ সরকারের ‘ত্রিভাষা’ নীতিকে কেন্দ্র করে (Three-language formula)। সম্প্রতি তৃতীয় ভাষা হিসেবে হিন্দি বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছিল মহারাষ্ট্র সরকার। কিন্তু প্রবল বিরোধিতার জেরে সেই নির্দেশিকা প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন মুখ্যমন্ত্রী ফড়নবিশ। আর সেটিকে প্রত্যাহারের সিদ্ধান্তকে জয় হিসেবে উদযাপন করতেই ওরলি পার্কে সমাবেশের আয়োজন করা হয়েছিল। রাজ্য সরকারের ‘ত্রিভাষা’ নীতির সমালোচনা করে এদিন রাজ ঠাকরে বলেন, ‘হিন্দির বিরুদ্ধে আমার কোনও আপত্তি নেই। কোনও ভাষাই খারাপ নয়। তবে আমাদের উপর হিন্দি চাপিয়ে দেওয়ার পরীক্ষা শুরু করেছিল সরকার। আমরা যদি এর বিরোধিতা না করতাম, তাহলে মুম্বইকে মহারাষ্ট্র থেকে আলাদা করে দেওয়া হত।’ একই সুরে উদ্ধবও বলেন, ‘ভাষার প্রসঙ্গ এলে, রাজ, আমি এবং এখানের সকলে একজোট। হ্যাঁ, আমরা গুন্ডা। যদি সুবিচার পেতে গুন্ডা হতে হয়, তবে আমরা গুন্ডাগিরি করব।’
উল্লেখ্য, আগে উদ্ধব ঠাকরে এবং রাজ ঠাকরে দুজনেই শিবসেনাতেই ছিলেন। কিন্তু ২০০৫ সালে শিবসেনা ত্যাগ করেছিলেন রাজ। এরপর ২০০৬ সালে নিজের দল মহারাষ্ট্র নবনির্মাণ সেনা তৈরি করেন বালাসাহেবের ভাইপো রাজ। তারপর থেকে পারিবারিক কোনও অনুষ্ঠানে দেখা হয়ে গেলেও একে অপরকে এড়িয়ে চলতেন দুই তুতো ভাই। তবে ২০ বছর পর বিরোধ, লড়াইয়ে ইতি টেনে একসঙ্গে দেখা দিলেন তাঁরা।