Top News

Uddhav Thackeray | ২০ জুনের মধ্যে এনডিএতে ফিরবেন উদ্ধব! বড় দাবি মহারাষ্ট্রের বিধায়কের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভোটগণনার আগেই টানাপোড়েন শুরু হল ‘ইন্ডিয়া’ জোটের (India Jot) অন্দরে। নেপথ্যে কারণ বুথ ফেরত সমীক্ষা। সমীক্ষা অনুযায়ী তৃতীয়বার ক্ষমতায় আসতে চলছে এনডিএ (NDA)। প্রশ্ন উঠছে তাহলে কী হতে চলেছে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ? মহারাষ্ট্রে জোট ব্যাপক ধাক্কা খাবে বলে দাবি করলেন মহারাষ্ট্রের বিধায়ক রবি রানা। সেই সঙ্গে তাঁর আরও দাবি আগামী ২০ জুনের মধ্যে ফের এনডিএ শিবিরে ফিরে আসবেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray)। স্বাভাবিকভাবেই রানার এই মন্তব্যে তোলপাড় ওয়াকিবহাল মহল।

চলতি লোকসভায় প্রচারের সময় নরেন্দ্র মোদি (Narendra Modi) প্রকাশ্য মঞ্চ থেকেই উদ্ধব ঠাকরেকে এনডিএ-তে ফিরে আসার আহ্বান জানিয়েছিলেন। বলেছিলেন ‘আমার প্রতি বালাসাহেব ঠাকরের ভালবাসা এবং স্নেহ ছিল। তাই, আমি যে কোনও সময় উদ্ধব ঠাকরেকে সাহায্য করতে প্রস্তুত।’ তারপর থেকে উদ্ধবের এনডিএতে ফেরা নিয়ে শুরু হয়েছিল জল্পনা। আজ সেই জল্পনাকে আরও একটু উস্কে দিয়ে রবি রানা বলেন, ‘আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, মোদিজি ফের প্রধানমন্ত্রী হওয়ার ১৫ দিনের মধ্যেই, উদ্ধব ঠাকরেকে মোদি সরকারে এবং মোদিজির সঙ্গে দেখা যাবে। নরেন্দ্র মোদিজিই বালাসাহেব ঠাকরের চিন্তা-ভাবনাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’

তবে রানার এই মন্তব্যকে উড়িয়ে দিয়ে উদ্ধব ঠাকরের ছায়াসঙ্গী সাংসদ সঞ্জয় রাউত বলেন, ‘উদ্ধব ঠাকরে ২৫ বছর ধরে শিবসেনার নেতৃত্ব দিচ্ছেন। রবি রানার মতো ব্যক্তির উদ্ধব ঠাকরেকে নিয়ে কথা বলার কোনও অধিকার নেই।’

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই অবিভক্ত শিবসেনা জোট সঙ্গী ছিল বিজেপির। ২০১৯ সালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ নিয়ে বিবাদের জেরে বিজেপির সঙ্গ ছাড়েন উদ্ধব ঠাকরে। চলতি লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের শরিক হিসেবে রয়েছে উদ্ধব গোষ্ঠী।

Mistushree Guha

Mistushree Guha is working as Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Mistushree is involved in Copy Editing, Uploading in website.

Recent Posts

Toy Train | টানা বৃষ্টিতে পাহাড়ে ধস, টয়ট্রেন বন্ধ রাখতে রেলকে চিঠি রাজ্যের

রাহুল মজুমদার, শিলিগুড়ি: ভারী বৃষ্টিতে (Heavy Rain) পাহাড়ের একাধিক জায়গায় ধস নেমেছে। ঘটনার জেরে বন্ধ…

4 mins ago

Tiger | সিকিম থেকে বাঘের দীর্ঘ যাত্রা ভুটানে

শিলিগুড়ি: চম্পাবতের মানুষখেকো বাঘিনীর কথা মনে আছে? জিম করবেট যাঁরা পড়েছেন, তাঁদের নিশ্চয় মনে আছে,…

7 mins ago

Teesta | ভয় বাড়াচ্ছে তিস্তাপাড়, ‘পথ খুঁজছে’ প্রশাসন

সানি সরকার, শিলিগুড়ি: তিস্তার(Teesta) জলের দিকে নজর থাকে ওঁদের। রাস্তা থেকে জল নামলেই তিস্তাবাজারের বাসিন্দারা…

30 mins ago

Tourism | দুই দপ্তরের সমন্বয়ে পর্যটনে কল্যাণ, মত ব্যবসায়ীদের

সানি সরকার, শিলিগুড়ি: উত্তরবঙ্গের পর্যটন প্রসারে প্রয়োজন বন এবং পর্যটন দপ্তরের সমন্বয়, এই প্রস্তাব গুরুত্ব…

58 mins ago

Sevoke Landslide | ধস নামল সেবকে, গাছ উপড়ে বন্ধ জাতীয় সড়ক

শিলিগুড়ি: এবার ভূমিধস সেবকে। আজ সকালে ভূমিধসের জেরে একটা বড় গাছ উপড়ে পড়ে ১০ নম্বর…

1 hour ago

Joe Biden | ভগবান ছাড়া কারও কথায় সরবেন না! ফের বেফাঁস মন্তব্য বাইডেনের

ওয়াশিংটন: তিনি যে ক্রমে হাসির খোরাক হয়ে উঠেছেন, সেটা বিলক্ষণ বুঝতে পারছেন জো বাইডেন (Joe…

2 hours ago

This website uses cookies.