লন্ডন: মঙ্গলবার রাতে জমজমাট উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লড়াই। মাঠে নামছে একাধিক বড় দল। একদিকে মাঠে নামবে বার্সেলোনা। রয়েছে আর্সেনাল-প্যারিস সাঁ জাঁ দ্বৈরথ। অ্যাওয়ে ম্যাচ রয়েছে ম্যাঞ্চেস্টার সিটির। এছাড়াও নামবে বরুসিয়া ডর্টমুন্ড, এসি মিলান, ইন্টার সহ একাধিক ক্লাব।
চ্যাম্পিয়ন্স লিগে শুরুটা ভালো হয়নি বার্সেলোনার। মোনাকোর কাছে হেরে মহাদেশীয় টুর্নামেন্টে অভিযান শুরু করেছে কাতালান জায়েন্টরা। গত শনিবার চলতি লা লিগাতেও প্রথম হারের মুখ দেখেছে তারা। এবার চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় ম্যাচে বার্সার প্রতিপক্ষ ইয়ং বয়েজ। ঘরের মাঠে এই ম্যাচ থেকে যে কোনও মূল্যে তিন পয়েন্ট ঘরে তুলতে মরিয়া বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। ইয়ং বয়েজও অ্যাস্টন ভিলার কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করেছে। তবুও সতর্ক বার্সা শিবির। ফ্লিক বলেছেন, ‘অতিরিক্ত ভুল করলে সেই ম্যাচ জেতা কঠিন হয়ে যায়। মাঠে কী করতে হবে সেটা আমাদের সবার জানা। কাজ একটাই, ভুলের সংখ্যা কমানো।’ একইসঙ্গে একটি সুখবর দিয়েছেন ফ্লিক। জানিয়েছেন, এই ম্যাচে মাঠে ফিরছেন ফ্র্যাঙ্কি ডি জং। পাশাপাশি তিন পয়েন্টের লক্ষ্যে সেরা দল নামাবেন বলেও জানিয়েছেন বার্সা কোচ।
অন্যদিকে, আর্সেনালকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে তৈরি পিএসজি। চলতি মরশুমে এখনও কোনও ম্যাচ হারেনি প্যারিসের ক্লাবটি। তবে এই ম্যাচে ওসমানে ডেম্বেলেকে ছাড়াই নামছে তারা। গত শনিবার লিগ ওয়ানের ম্যাচে পিএসজি কোচ লুইস এনরিকের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন ফরাসি ফরওয়ার্ড। তার জেরেই ডেম্বেলেকে আর্সেনাল ম্যাচের স্কোয়াডে না রাখার সিদ্ধান্ত নেন এনরিকে। এমনকি তাঁকে ছাড়াই দল লন্ডন গিয়েছে বলে খবর। উলটোদিকে তাল ঠুকছে আর্সেনালও। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে আটালান্টার সঙ্গে গোলশূন্য ড্র করে পয়েন্ট হাতছাড়া করেছে গানাররা। মিকেল আর্তেতাও সম্ভবত তাঁর দলের গুরুত্বপূর্ণ সদস্য রিকার্ডো ক্যাবাফিওরিকে চোটের জন্য এই ম্যাচে পাচ্ছেন না। সেটা বড় ধাক্কা হতে পারে আর্সেনালের জন্য।
মঙ্গলবার ম্যাঞ্চেস্টার সিটির প্রতিপক্ষ স্লোভান ব্রাতিস্লাভা। চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় ম্যাচ খেলতে নামার আগে স্বস্তিতে নেই ম্যান সিটিও। প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচে পয়েন্ট নষ্টের পরই যেন তালটা খানিকটা কেটে গিয়েছে। প্রিমিয়ার লিগে মাঝে ওয়াটফোর্ডকে হারালেও পয়েন্ট নষ্ট হয়েছে আর্সেনাল ও নিউক্যাসল ইউনাইটেডের বিরুদ্ধে। তার ওপর চোটের জেরে রড্রির ছিটকে যাওয়া। সবমিলিয়ে বেশ বেকায়দায় সিটিজেনরা।
চ্যাম্পিয়ন্স লিগে আজ
আরবি সলজবার্গ বনাম ব্রেস্ট
স্টুটগার্ট বনাম স্পার্টা প্রাহা
সময় : রাত ১০.১৫ মিনিট
বরুসিয়া ডর্টমুন্ড বনাম সেল্টিক
পিএসভি আইন্দহোভেন বনাম স্পোর্টিং লিসবন
স্লোভান ব্রাতিস্লাভা বনাম ম্যাঞ্চেস্টার সিটি
বার্সেলোনা বনাম ইয়ং বয়েজ
বেয়ার লেভারকুসেন বনাম এসি মিলান
ইন্টার মিলান বনাম রেড স্টার বেলগ্রেড
আর্সেনাল বনাম প্যারিস সাঁ জাঁ
সময় : রাত ১২.৩০ মিনিট
সম্প্রচার : সোনি টেন নেটওয়ার্কে