ম্যাঞ্চেস্টার: খারাপ সময় কাটছেই না। উয়েফা ইউরোপা লিগের প্রথম ম্যাচেই আটকে গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে প্রথমার্ধে এগিয়ে গিয়েও টুয়েন্টে এফসি-র সঙ্গে ম্যাচ ১-১ গোলে ড্র করল এরিক টেন হ্যাগের দল।
গত কয়েক বছর ধারাবাহিকতার অভাবই ডুবিয়েছে লাল ম্যাঞ্চেস্টারকে। এবারও মরশুমের শুরু থেকে ছবিটা একই। বুধবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে টুয়েন্টের বিরুদ্ধে শুরুটা ভালোই করে রেড ডেভিলরা। ৩৫ মিনিটে ক্রিশ্চিয়ান এরিকসেনের গোলে লিড নেয় ইউনাইটেড। জোরালো শটে জাল কাঁপান তিনি। তবে দ্বিতীয়ার্ধে গোল হজম করতে হয় সেই এরিকসেনের ভুলেই। তাঁর পা থেকে বল ছিনিয়ে নিয়ে গোল করেন টুয়েন্টের সাম ল্যামার্স।
ম্যাচ শেষে হতাশার সুর ইউনাইটেড কোচ হ্যাগের গলায়। যদিও গোল হজমের জন্য নির্দিষ্ট একজনকে কাঠগড়ায় তুলতে নারাজ তিনি। বলেছেন, ‘আমরাই ওদের সুযোগ করে দিয়েছি। ১ গোলে এগিয়ে যাওয়ার পরও আমাদের আরও গোলের জন্য ঝাঁপানো উচিত ছিল। ভবিষ্যতে আরও সতর্ক হতে হবে।’