উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্থগিত হওয়া ইউজিসি-নেট (UGC-NET) এবং সিএসআইআর ইউজিসি নেটের দিনক্ষণ ঘোষণা করল এনটিএ (NTA)। সিএসআইআর ইউজিসি নেট হবে ২৫-২৭ জুলাই। ইউজিসি-নেটের ২০২৪ সালের জুন মাসের সাইকেলের পরীক্ষা হবে ২১ অগাস্ট থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে। এনসিইটি ২০২৪-এর পরীক্ষা হবে ১০ জুলাই।
ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র তত্ত্বাবধানে ১৮ জুলাই ইউজিসি-নেট পরীক্ষা হয়েছিল। প্রায় ৯ লক্ষের উপর পরীক্ষার্থী তাতে অংশ নেয়। কিন্তু পরীক্ষার একদিন পরই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে একটি বিবৃতি জারি করে পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের কথা জানানো হয়। ওই বিবৃতিতে বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রকের ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিসিস ইউনিটের তরফে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কাছে গরমিলের অভিযোগ এসেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পরীক্ষায় বেনিয়ম হয়েছে। সে কারণেই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এর তদন্তভার যায় সিবিআইকে (CBI)। নতুন করে ইউজিসি-নেট পরীক্ষা নেওয়া হবে বলে জানানো বয়। সেই সময় অবশ্য কবে পরীক্ষা হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। শুক্রবার রাতে দিনক্ষণ ঘোষণা করল এনটিএ।