লন্ডন: মহিলাদের প্রতি বৈষম্যমূলক আচরণ করলে দোষীদের বিরুদ্ধে জঙ্গিদমন (Terrorism) আইনে ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ করতে চলেছে ব্রিটিশ সরকার (UK)। ব্রিটেনের স্বরাষ্ট্রসচিব ইভেট কুপার জানিয়েছেন, একটি নির্দেশিকা জারি হয়েছে। তাতে বলা হয়েছে, সন্ত্রাসদমনের প্রচলিত আইনগুলির ধারা খতিয়ে দেখে তাতে নারীবিদ্বেষকেও যুক্ত করা যায় কি না, তা দেখা হবে। জুলাইয়ে ব্রিটিশ পুলিশ নারীবিদ্বেষ নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করে। তাতে দেখা গিয়েছে, ব্রিটেনে মেয়েদের ওপর হিংসা বেড়েই চলেছে। রিপোর্ট প্রকাশের এক মাসের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রকের এই নির্দেশিকা।