উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দুদিনের রাশিয়া সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এবার এই সফরের কড়া সমালোচনা করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy)। মোদির সঙ্গে পুতিনের বৈঠককে তিনি ‘বিশাল হতাশা’ এবং ‘শান্তি প্রচেষ্টার জন্য একটি বিধ্বংসী আঘাত’ বলে অভিহিত করেছেন। এমনকি বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতা বিশ্বের সবচেয়ে বড় অপরাধীকে আলিঙ্গন করেছে বলেও কটাক্ষ করেন তিনি।
২০২২ সালে রাশিয়া ইউক্রেনে আক্রমন শুরু করার পর এটিই মোদির প্রথম রাশিয়া সফর ছিল। এর আগে ২০১৯ সালে রাশিয়ায় গিয়েছিলেন মোদি। সোমবার সেদেশে পৌঁছাতেই তাঁকে রাজকীয় অভ্যর্থনা দেওয়া হয়। এরপর মস্কোতে (Moscow) পুতিনের (Vladimir Putin) সরকারি বাসভবনে যান মোদি। রুশ প্রেসিডেন্টের সঙ্গে দেখা হতেই একে অপরকে আলিঙ্গন করেন তাঁরা। সেখানেই তাঁরা একটি আনুষ্ঠানিক বৈঠক করেন। সেই ছবি ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়। আর তা দেখেই নিন্দায় সরব হয়েছেন জেলেনস্কি। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতা আলিঙ্গন করেছেন বিশ্বের সবচেয়ে বড় অপরাধীকে। এমন আচরণ বিশ্বশান্তির পক্ষে অত্যন্ত হতাশাজনক।’
উল্লেখ্য, মোদির রাশিয়া সফরের দিনই ইউক্রেনের (Ukraine) কিভের একটি শিশু হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪১ জন। মৃতের সংখ্যা ক্রমশই বাড়ছে। আর এই দিনেই রাশিয়ায় পুতিনের সঙ্গে মোদির বৈঠক হতে ক্ষোভে ফেটে পড়েছেন জেলেনস্কি। গত মাসেই জি-৭ সম্মেলনে মোদির সঙ্গে দেখা হয়েছিল জেলেনস্কির। তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর মোদিকে শুভেচ্ছাও জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। পাশাপাশি আগামীতে দিল্লির সঙ্গে কিয়েভের সম্পর্ক মজবুত করারও আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি।