Monday, September 16, 2024
HomeBreaking NewsNBMCH | টিএমসিপির চাপে দেদার টুকলিতে মদত, বাড়ানো হত নম্বরও, ছাত্র বিক্ষোভের...

NBMCH | টিএমসিপির চাপে দেদার টুকলিতে মদত, বাড়ানো হত নম্বরও, ছাত্র বিক্ষোভের মুখে স্বীকার করলেন ডিন

শিলিগুড়ি: তৃণমূল ছাত্র পরিষদের অঙ্গুলিহেলনে পরীক্ষার হলে টুকলিতে মদত দিতেন অধ্যক্ষ থেকে ডিন। বাড়িয়ে দেওয়া হত নম্বরও। এমনই বিস্ফোরক অভিযোগে সরব হলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের (NBMCH) চিকিৎসক পড়ুয়ারা। বুধবার সকাল থেকে অধ্যক্ষ, ডিন, সহকারি ডিনকে ঘেরাও করে রাখেন পড়ুয়ারা। ডিন সন্দীপ সেনগুপ্তর বিরুদ্ধে নম্বরে কারচুপি, পরীক্ষা হলে টুকলিতে মদত দেওয়ার অভিযোগ তুলেছে পড়ুয়ারা। পড়ুয়াদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জুনিয়র চিকিৎসক শাহিন সরকার, সোহম মণ্ডল সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। প্রবল চাপের মুখে শেষ পর্যন্ত বিষয়টি স্বীকার করে নিয়েছেন ডিন (Dean) সন্দীপ সেনগুপ্ত।

ক্যামেরার সামনে তিনি স্বীকার করেছেন ডা: অভীক দে, উত্তরবঙ্গ মেডিকেলের বর্তমান অধ্যক্ষ অভিজিৎ সাহা, সাহিন সরকার মিলে তাঁকে ফোন করে পরীক্ষার হল থেকে বেরিয়ে যেতে বলতেন। এর জেরে এদিন অধ্যক্ষের ঘরে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। একসময় কলেজের অধ্যাপকদের একাংশ এসে পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে ডিন সহ অধ্যক্ষের বিরুদ্ধে সরব হন। বুধবার স্মারকলিপি দিতে গিয়ে বেলা ১২টা ৩০ মিনিট থেকে ঘেরাও করে রাখা হয় অধ্যক্ষ সহ বাকিদের। রোগী কল্যাণ সমিতির বৈঠকে যোগ দিতে গিয়ে ওই বিক্ষোভে আটকে পড়েন শিলিগুড়ির মেয়র তথা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগীকল্যান সমিতির চেয়ারম্যান গৌতম দেব (Goutam Deb)। ঘন্টা দেড়েক ওই বিক্ষোভে আটকে থেকে পড়ুয়াদের কথা শুনতে হয় গৌতমকে। শেষে পড়ুয়ারাই দুপুর দুটা নাগাদ গৌতমকে চলে যেতে বললে মেয়র সেখান থেকে চলে যান। তবে পড়ুয়াদের অভিযোগে সত্যতা রয়েছেই বলে মনে করছেন উত্তরবঙ্গের বর্ষীয়ান তৃণমূল নেতা গৌতম দেব। মেডিকেল ছাড়ার আগে তাঁর বক্তব্য, ‘মেধাবী পড়ুয়ারা যখন অভিযোগ করছে তখন নিশ্চই এর পেছনে সত্যতা রয়েছে। কলেজ কতৃপক্ষ নিশ্চই আইন অনুযায়ী পদক্ষেপ করবে।’ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহার বক্তব্য,’ ছাত্র-ছাত্রীরা যা অভিযোগ করছে সেগুলির সব তদন্ত হবে। আমি উর্দ্ধতন কতৃপক্ষের কাছে পাঠাচ্ছি।’

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

R G Kar Protest | শ্রাদ্ধের কার্ডেও আরজি করের ছোঁয়া, ‘উই ওয়ান্ট জাস্টিস’ লিখে...

0
রায়গঞ্জ: তিলোত্তমার সুবিচার চেয়ে দেশ-বিদেশের মানুষ গর্জে উঠেছে। শত কাজের মধ্যে থেকেও প্রতিবাদ থেকে সরে আসছেন না সাধারণ মানুষ। এর আগে জাস্টিস চেয়ে চিকিৎসকেরা...

Dooars | সোমবার থেকে খুলল বনাঞ্চল ও জাতীয় উদ্যান, পর্যটকদের স্বাগত জানালেন বনকর্মীরা

0
চালসা: সোমবার থেকে খুলল সংরক্ষিত বনাঞ্চল ও জাতীয় উদ্যান। হাতছানি দিচ্ছে ডুয়ার্স (Dooars)। এদিন উত্তরীয় পরিয়ে গরুমারার জাতীয় উদ্যানের গেটে পর্যটকদের (Tourists) স্বাগত জানাল...

Nipah Virus | নিপা ভাইরাস কাড়ল ২৪ বছরের তরতাজা প্রাণ, দ্বিতীয় মৃত্যু দেশে

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নিপা ভাইরাসে (Nipah Virus) ফের মৃত্যুর খবর সামনে এল। কেরল (Kerala) থেকে আরও এক মৃত্যুর খবর সামনে এসেছে। জানা গিয়েছে,...

Duleep Trophy | অনশুলের আট, ঈশ্বরণের ১৫৭, হার বাঁচাতে ব্যর্থ শ্রেয়স-সঞ্জুরা

0
অনন্তপুর: সানগ্লাস পরে ব্যাটিং। শূন্য রানে ফেরা। প্রথম ইনিংসে যা নিয়ে চূড়ান্ত কটাক্ষ, সমালোচনার মুখে পড়তে হয়েছিল শ্রেয়স আইয়ারকে। প্রতিকূল পরিস্থিতিতে এদিন সুযোগ ছিল...

ISL-2024 | আজ আইএসএলে আত্মপ্রকাশ মহমেডানের, নর্থইস্টকে সমীহ চেরনিশভের

0
কলকাতা: এক ঐতিহাসিক মুহূর্তের সামনে দাঁড়িয়ে মহমেডান স্পোর্টিং ক্লাব। সোমবার কলকাতার তৃতীয় দল হিসেবে ভারতীয় ফুটবলের সর্বোচ্চ লিগে অভিষেক হতে চলেছে এই শতাব্দীপ্রাচীন ক্লাবটির।...

Most Popular