শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

Tulsi Gabbard | বাংলাদেশে হিন্দু নিপীড়নে উদ্বিগ্ন আমেরিকা! ভারতে এসে মন্তব্য মার্কিন গোয়েন্দা প্রধান তুলসীর

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই বাংলাদেশে নিপীড়িত সংখ্যালঘু হিন্দুরা। বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে আমেরিকা গভীরভাবে উদ্বিগ্ন। এমনটাই জানালেন মার্কিন গোয়েন্দা প্রধান (US Intelligence Chief) তুলসী গ্যাবার্ড (Tulsi Gabbard)। ভারতে সফরে এসে বাংলাদেশ প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি। তুলসী জানান, বিশ্বব্যাপী ‘ইসলামি সন্ত্রাসবাদ’ (Islamist terrorism) রুখতে ট্রাম্প প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন গোয়েন্দা প্রধান বলেন, ‘দীর্ঘদিন ধরে বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা দুর্ভাগ্যজনক। মার্কিন সরকার এবং প্রেসিডেন্ট ট্রাম্প এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।’ ট্রাম্পের নেতৃত্বাধীন নতুন মন্ত্রীসভা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে এই বিষয়ে আলোচনা শুরু করেছে বলেও জানান তুলসী। বাংলাদেশে ইসলামিক মৌলবাদের উত্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন মন্ত্রীসভা এবং বাংলাদেশ সরকারের মধ্যে আলোচনা সবেমাত্র শুরু হচ্ছে। তবে এটি উদ্বেগের একটি কেন্দ্রীয় বিষয় হিসেবেই রয়ে গিয়েছে।’

সেই সঙ্গে ‘ইসলামি খিলাফত’র মতাদর্শ যেভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তুলসী। তিনি বলেন, ‘ইসলামি সন্ত্রাসীদের হুমকি এবং বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর বিশ্বব্যাপী প্রচেষ্টা একই মতাদর্শ এবং উদ্দেশ্যের দিকে পরিচালিত। যা হল ইসলামি খিলাফত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ধরনের মতাদর্শকে চিহ্নিত করে উত্থান বন্ধ করতে দৃঢ়প্রতিজ্ঞ।’

প্রসঙ্গত, তুলসী গ্যাবার্ড নিজেও একজন হিন্দু। তবে ভারতের সঙ্গে তাঁর সরাসরি কোনও সম্পর্ক নেই। অর্থাৎ তিনি ভারতীয় বংশোদ্ভূত নন। তাঁর মা হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন এবং নিজের সন্তানদেরও হিন্দু নাম রেখেছিলেন।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

SSC | অযোগ্যদের বেতন ফেরাতে উদ্যোগী নয় রাজ্য! আদালত অবমাননার মামলা দায়ের হাইকোর্টে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ এবার রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার...

Jagdeep Dhankhar | বিচারপতিরা সুপার পার্লামেন্ট হিসেবে কাজ করবেন! সুপ্রিম রায় নিয়ে আক্রমণে উপরাষ্ট্রপতি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সম্প্রতি রাজ্যপালদের পাঠানো বিল নিয়ে...

SSC | কারা কাল থেকেই যোগ দেবেন স্কুলে! সুপ্রিম নির্দেশ নিয়ে কী বললেন শিক্ষামন্ত্রী?  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ যারা 'অযোগ্য' হিসাবে চিহ্নিত নন...

Murshidabad | সিসিটিভি বিকল করে কোপানো হয় বাবা-ছেলেকে! মুর্শিদাবাদে জোড়া হত্যায় মূল অভিযুক্ত গ্রেপ্তার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুর্শিদাবাদের (Murshidabad) জাফরাবাদে বাবা-ছেলে কুপিয়ে...