উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের উন্নাও ধর্ষণকাণ্ডে (Unnao Rape Case) সাজাপ্রাপ্ত প্রাক্তন বিজেপি (BJP) বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারকে (Kuldeep Singh Sengar) জামিন দিল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। বৃহস্পতিবার কুলদীপকে দু’সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে উচ্চ আদালত।
বিচারপতি প্রতিভা সিং এবং বিচারপতি অমিত শর্মার বেঞ্চ জানিয়েছে, অসুস্থতার কারণে সাময়িকভাবে ছাড়া পাচ্ছেন কুলদীপ। তবে রয়েছে কিছু শর্ত। এই সময়ের মধ্যে কেবলমাত্র এইমস দিল্লিতে চিকিৎসা করাতে পারবেন কুলদীপ। পাশাপাশি, শহর ছেড়ে কোথাও যেতেও পারবেন না তিনি। কুলদীপের শারীরিক পরীক্ষার রিপোর্ট ২০ ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে।
সম্প্রতি স্বাস্থ্যের অবনতির কথা বলে নির্যাতিতার বাবাকে অনিচ্ছাকৃত খুনের মামলায় ১০ বছরের জেল খাটার সাজায় স্থগিতাদেশ চেয়েছিলেন কুলদীপ। মঙ্গলবার ওই মামলার শুনানিতে কুলদীপের আইনজীবী দাবি করেন, দীর্ঘ সময় ধরে কারাবন্দি তাঁর মক্কেল। এই সময়ের মধ্যে তাঁর স্বাস্থ্যও ভেঙেছে। অথচ দীর্ঘ সময় ধরে উচ্চ আদালতে কুলদীপের আবেদনের মামলার শুনানি হয়নি। এরপরই জেল কর্তৃপক্ষের কাছ থেকে কুলদীপের স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট চান বিচারপতি। ওই মামলায় আগামী বছরের জানুয়ারি মাসে পরবর্তী শুনানি রয়েছে। এবার ধর্ষণ মামলাতে কুলদীপকে দু’সপ্তাহের জন্য অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট। প্রসঙ্গত, এর আগে নির্যাতিতাকে ধর্ষণের দায়ে কুলদীপকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল দিল্লির আর এক আদালত।