Friday, April 19, 2024
HomeBreaking Newsমমতার আমলে নজিরবিহীন ঘটনা! অভিষেকের বাড়ির রাস্তা দিয়ে গেল ডিএর লম্বা মিছিল

মমতার আমলে নজিরবিহীন ঘটনা! অভিষেকের বাড়ির রাস্তা দিয়ে গেল ডিএর লম্বা মিছিল

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন ১০০ দিনে পড়ল শনিবার। আর এই দিনেই কলকাতায় মিছিল সরকারি কর্মীদের একাংশের। এদিন দক্ষিণ কলকাতার হাজরা মোড় থেকে দুপুর ১টায় মিছিল শুরু হয়েছে। এদিনের মিছিলে যোগ দিতে দেখা গিয়েছে রাজ্যের বিভিন্ন জেলার রাজ্য সরকারী কর্মীদের। গান-স্লোগানে মুখরিত হাজরা চত্বর।

আগেই সংগ্রামী যৌথ মঞ্চের পরিকল্পনা ছিল তারা হাজরা মোর থেকে মিছিল শুরু করে অভিষেকের বাড়ি হরিশ মুখার্জি রোড ধরে মিছিল করবেন। শান্তি রক্ষা-সহ কিছু শর্তে হরিশ মুখার্জি রোড ধরে এই মিছিলের অনুমতি দিয়েছে কলকাতা হাই কোর্ট। সেই পরিকল্পনামতো এদিন কলকাতার হাজরা মোর থেকে মিছিল শুরু হয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের রাস্তা দিয়ে মিছিল এগিয়ে যায়। মিছিল ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মিছিলে অশান্তি বাধানো হতে পারে বলে আশঙ্কা করেছেন ডিএ আন্দোলনকারীদের একাংশ। এক আন্দোলনকারী বলেছেন, ‘‘আশঙ্কা করছি লোকজন ঢুকে অশান্তি করতে পারে। পুলিশকে জানিয়েছি। কোনও প্ররোচনায় পা দেবেন না। আমাদের থেকে কোনও প্ররোচনা থাকবে না। সুশৃঙ্খল ভাবে মিছিল করব।’’

দুপুর একটা সাত মিনিটে হাজরা মোড় থেকে শুরু হয়েছিল ডিএ মিছিল। সেই মিছিলের মুখ যখন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পার হল তখন ঘড়িতে একটা ৩৭ মিনিট। কিন্তু মিছিল যখন হরিশ চ্যাটার্জি স্ট্রিট হয়ে হরিশ মুখার্জি রোডের দিকে তখনও মিছিলের ল্যাজ হাজরা মোড়ে রয়েছে। পুলিশের অনুমান, যে পরিমাণ জমায়েত হয়েছে তাতে গোটা মিছিল ঘুরে হাজরা মোড়ে ফিরতে ঘণ্টা দেড়েকের বেশি সময় লেগে যাবে।

ডিএ আন্দোলনকারীদের মিছিলকে কেন্দ্র করে যাতে কোনও প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য অভিষেকের বাড়ির সামনে সকাল থেকেই বিপুল নিরাপত্তা বলয় তৈরি করেছিল কলকাতা পুলিশ। প্রশাসনের অনেকের উৎকণ্ঠা ছিল অভিষেকের বাড়ির সামনে দিয়ে যখন মিছিল যাবে তখন কী পরিস্থিতি হবে। অভিষেকের বাড়ি ‘শান্তিনিকেতন’ পার করে গিয়েছে মিছিলের একটা বড় অংশ শান্তিপূর্ণভাবেই।

এ ব্যাপারে সংগ্রামী যৌথ আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, ‘শান্তিনিকেতন একটাই আছে। যেটা রবীন্দ্রনাথ তৈরি করেছিলেন। বাকি এসব হল অশান্তিনিকেতন। কর্মচারী, শিক্ষক-শিক্ষিকারা দায়িত্বশীল। তাঁরা জানেন কীভাবে মিছিল করতে হয়। শুধু সরকার জানে না কর্মচারীদের প্রতি তার দায়িত্ব কী।’

রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসার পর থেকে হাজরা বা কালীঘাট এলাকায় এত বড় রাজনৈতিক মিছিল হয়নি। মুখ্যমন্ত্রীর পাড়াতে তো নয়ই। কারণ পুলিশ অনুমতিই দেয় না। তবে ডিএ আন্দোলনকারীরা হাইকোর্টের অনুমতিতে মিছিল করছেন এদিন অভিষেকের বাড়ির সামনে দিয়ে। একাধিক শর্ত বেঁধে দিয়ে কর্মচারীদের মিছিল করার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। পরিস্থিতি যাতে বেগতিক না হয় তার জন্য রয়েছে নজিরবিহীন পুলিশি নিরাপত্তাও।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy working as a Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sud Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

CCTV | বুথের সিসিটিভি ক্যামেরার ব্যাগ ফেলেই চলে গেল ভোটকর্মীরা, উদ্ধার করল এনজেপি থানার...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শুক্রবার রাতে রাস্তার পাস থেকে উদ্ধার হল ৮ টি ব্যাগ ভর্তি সিসিটিভি ক্যামেরা। এদিন রাতে এগুলি উদ্ধার হয় শক্তিগড় ২...

Lok sabha election 2024 | দায়িত্ব পালনে ব্যর্থ! রাজ্যের দুই ওসিকে সাসপেন্ড করল নির্বাচন...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নির্বাচন কমিশনের দেওয়া দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় রাজ্যের দুই ওসিকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। শুক্রবার কমিশনের তরফে একটি চিঠিতে এই...

Political Violence | বুথ থেকে বের হতেই প্রাণঘাতী হামলা শিলিগুড়িতে, লুটিয়ে পড়লেন বিজেপির পোলিং...

0
শিলিগুড়ি: পোলিং বুথ থেকে বের হতেই বিজেপির (Bjp) পোলিং এজেন্ট শ্যামল সরকারের উপর প্রাণঘাতী হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। জানা গিয়েছে, এই ঘটনায়...

Lok sabha election 2024 | প্রথম দফায় রাজ্যের ৩ কেন্দ্রে ভোট পড়ল ৮০ শতাংশের...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শুরু হয়ে গেল দিল্লি দখলের লড়াই। প্রথম দফায় রাজ্যে ভোট হল আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। দুই একটি বিক্ষিপ্ত ঘটনা...
party leaders do not keep track, the former Trinamool Councilor wants to remain as 'Chowmin Boudi'

খোঁজ রাখেন না দলের নেতারা, ‘চাউমিন বৌদি’ হয়েই থাকতে চান প্রাক্তন তৃণমূল কাউন্সিলার

0
অনির্বাণ চক্রবর্তী, কালিয়াগঞ্জ: সকাল দশটা। কড়াইতে খাসির মাংস কষছিল পুরোদমে। শাড়ির আঁচল কোমড়ে পেঁচিয়ে অনবরত কড়াইতে হাতা নেড়ে যাচ্ছিলেন তিনি। হাতে সময়ও আর বেশি...

Most Popular