উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অসময়ে বৃষ্টির জেরে রাজ্যে আলু চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা।উত্তর থেকে দক্ষিণের একাধিক জেলায় জল দাঁড়িয়েছে চাষের জমিতে।সেই জল মিশেছে সদ্য লাগানো আলু এবং কেটে রাখা পাকা ধানে।এই পরিস্থিতিতে দুশ্চিন্তায় মাথায় হাত চাষিদের।
উত্তরবঙ্গের একাধিক জেলা এবং দক্ষিণবঙ্গে হুগলির বিস্তৃত অঞ্চলে প্রচুর পরিমাণে আলু চাষ করা হয়ে থাকে।আবহাওয়ার খামখেয়ালিপনার কারণে এইসব জায়গায় আলুচাষে সমস্যা দেখা দিয়েছে।চাষিরা বলছেন, চলতি বছরে আলুচাষ ১০ থেকে ১৫ দিনের মতো পিছিয়ে গিয়েছে। যে সমস্ত চাষিরা বীজ বপন করে ফেলেছেন এই অকাল বৃষ্টিতে তাতে পচন ধরবে বলেই আশঙ্কা করছেন তাঁরা। সুতরাং আলুচাষে ক্ষতি হলে বাজারে দামবৃদ্ধির আশঙ্কা রয়েছে।
অন্যদিকে, রাজ্যের আবহাওয়ার এই পরিস্থিতি নিয়ে কৃষি দপ্তরের আধিকারিকদের সঙ্গে শুক্রবার নবান্নে বৈঠক করেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি জানান, ‘সদ্য যাঁরা আলুর বীজ বপন করেছেন, সেগুলোকে রক্ষা করা মুশকিল।আমরা কথা বলেছি সব জেলার কৃষি আধিকারিকদের সঙ্গে।তাছাড়া সমস্ত কৃষকই রাজ্যের শস্যবিমার আওতায় রয়েছেন। সরকার তাঁদের দিকটিও দেখছে।’