নিউজ ব্যুরো: শিঙারা খেতে আমরা অনেকেই ভালোবাসি। ভেতরে ঠাসা আলু-মটর-বাদামের পুর, আর ওপরের মুচমুচে আস্তরণের কারণে এটা বাচ্চা থেকে বড় অনেকেরই প্রিয়। বাংলার বাইরে অন্য রাজ্যগুলিতে শিঙারা পরিচিত সামোসা নামে। সেই শিঙারাতে কামড় বসাতেই এবার বেরিয়ে এল মরা টিকটিকি। কি চমকে উঠলেন? এমনই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের হাপুরে।
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মনোজ কুমার নামে হাপুরের এক ব্যক্তি তাঁর ছেলেকে স্থানীয় একটি মিষ্টির দোকান থেকে শিঙারা কিনে আনতে পাঠিয়েছিলেন। এরপর ছেলে তা কিনে বাড়ি ফিরে আসে। অভিযোগ, মনোজবাবুর মেয়ে একটি শিঙারা নিয়ে তাতে কামড় বসাতেই বেরিয়ে আসে মরা টিকটিকি। শিঙারা খেয়েছিলেন মনোজবাবুও। যার জেরে কিছুক্ষণ পর তিনি ও তাঁর মেয়ে দুজনেই অসুস্থ হয়ে পড়েন। পরে ওই ব্যক্তি মিষ্টির দোকানে গিয়ে ক্ষোভ উগরে দেন। খবর পেয়ে পুলিশ ও খাদ্য দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে অভিযোগ খতিয়ে দেখেছেন।