উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : বন্ধুর বাড়িতে পার্টি চলাকালীন সাত তলা থেকে পড়ে মৃত্যু হল আইন পড়ুয়া এক তরুণের। শনিবার নয়ডার একটি অ্যাপার্টমেন্টে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম তাপস। তিনি গাজিয়াবাদের বাসিন্দা। প্রাথমিক তদন্তের পর পুলিশ পাঁচজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেছে। কয়েকজনকে আটক করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তাপস নামে ওই তরুণ নয়ডার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়াশোনা করছিলেন। শনিবার তিনি বন্ধুর পার্টিতে যোগ দিতে নয়ডার সেক্টর ৯৯-এর সুপ্রিম টাওয়ারে সাত তলার ফ্ল্যাটে গিয়েছিলেন। পার্টি চলাকালীন আচমকাই ওই তরুণ নীচে পড়ে যান। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। তাপসের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, ওই তরুণ আত্মহত্যা করেছেন। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। নয়ডা পুলিশ কমিশনারেটের মিডিয়া সেল বলেছে, বিষয়টি ছাত্রের পরিবারকে জানানো হয়েছে। সব দিক খতিয়ে দেখে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হচ্ছে। নয়ডা পুলিশ জানিয়েছে, পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হলে সেই মতো আইনি পদক্ষেপ করা হবে।