বালিয়া (উত্তরপ্রদেশ): শিক্ষকের চড়ে আংশিক শ্রবণশক্তি হারাল ছাত্র। এমনই অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশের উভাওন থানার পিপরাউলি বারহাগাঁওয়ের একটি বেসরকারি স্কুলে। রবিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৩ মে ঘটনাটি ঘটেছে। সেদিন প্রতীক (১৪) নামে দশম শ্রেণির এক ছাত্রকে বেশ কয়েকবার চড় মারেন গণিতের শিক্ষক রাঘবেন্দ্র। এবিষয়ে ছাত্রের বাবা ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।
উভাওন থানার এসএইচও ভিপিন সিং বলেছেন, ‘প্রতীকের বাবা প্রবীণকুমার মধুকর অভিযোগ দায়ের করেছেন, যে গণিতের শিক্ষক রাঘবেন্দ্র ক্লাস চলাকালীন অন্য ছাত্রের সঙ্গে কথা বলতে দেখে তার ছেলেকে মারধর করেছেন।’ প্রবীণকুমারের আরও অভিযোগ, চড়ের কারণে তাঁর ছেলের ডান কানের পর্দা ফেটে গিয়েছে এবং সে ঠিকমতো শুনতে পাচ্ছে না। পুলিশ জানিয়েছে, শনিবার অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। আরও তদন্ত চলছে।