উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ পদত্যাগ করলেন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান মনোজ সোনি। ইতিমধ্যেই তিনি তাঁর পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। ব্যক্তিগত কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন তিনি।
শিক্ষানবিশ আইএএস অফিসার পূজা খেদকরের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে শোরগোল পড়ে গিয়েছে দেশজুড়ে। এই ঘটনায় ইউপিএসসির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। মহারাষ্ট্রের বাসিন্দা ওই তরুণী অফিসারের বিরুদ্ধে শুক্রবার ফৌজদারি মামলা করেছে ইউপিএসসি। কেন তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হবে না জানতে চেয়ে কারণ দর্শানোর চিঠি ধরিয়েছে ইউপিএসসি।
পূজার বিরুদ্ধে অভিযোগ, নথি জাল করে বিশেষভাবে সক্ষম কোটায় চাকরি পেয়েছেন তিনি। কী করে ইউপিএসসি-র মতো প্রতিষ্ঠান সব কিছু যাচাই না করে ওই তরুণীকে নিয়োগ করেছিল তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে ইউপিএসসির চেয়ারম্যান মনোজ সোনিকেও। অনেকেই বলছেন সর্ষের মধ্যে ভূত থাকার কারণেই এমনটা ঘটে থাকতে পারে। আর এই প্রশ উঠতেই যথেষ্টই অস্বস্তিতে পড়ে গিয়েছেন মনোজ সোনি। সেই কারণেই তিনি ইউপিএসসির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।
তবে সোনির ঘনিষ্ঠ মহলের দাবি পূজার ঘটনার সঙ্গে চেয়ারম্যানের পদত্যাগের কোনও সম্পর্ক নেই। তিনি দিন পনেরো আগে পদত্যাগপত্র পাঠান। সরকার সেটা এখনও গ্রহণ করেনি। সোনি আগেও পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি সামাজিক এবং আধ্যাত্মিক কাজে সময় দিতে চান। তিনি ২০২৩-এর ১৬ মে দায়িত্ব নেন। তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৯-এর ১৫ মে।