উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জরুরি ভিত্তিতে ঢাকায় ফেরানো হল কলকাতা ও ত্রিপুরার দুই বাংলাদেশি কূটনীতিককে। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও কলকাতায় উপ হাইকমিশনের সামনে বিক্ষোভের পর পর এই দুই কূটনীতিককে ঢাকায় ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতার ভারপ্রাপ্ত উপ হাইকমিশনার শিকদার মো. আশরাফুর রহমান ইতিমধ্যেই ঢাকায় পৌঁছে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হাসানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। কলকাতার পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। ত্রিপুরার সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদও ঢাকায় ফিরেছেন বলে জানা গেছে।
বাংলাদেশের ‘অরাজক’ পরিস্থিতি ও সংখ্যালঘু নির্যাতনের একের পর এক ঘটনা সামনে আসায় প্রতিবেশী ভারতেও প্রবল প্রতিক্রিয়া শুরু হয়েছে। এখানে বহু হিন্দুত্ববাদী সংগঠন রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে। এদের তরফেই ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারি হাই কমিশনারের দপ্তরে হামলা হয়। এই হামলার কঠোর নিন্দা করে ভারত। ঢাকার তরফেও তীব্র নিন্দা করা হয়। যদিও ভারত এর মধ্যেই হামলার ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে। তবে বাংলাদেশ বিষয়টি নিয়ে প্রতিবাদে সরব হয়েছে। ওই ঘটনার পরদিন থেকে সহকারী হাইকমিশনে সব ধরনের কনস্যুলার ও ভিসা সেবা বন্ধ করেছে বাংলাদেশ সরকার। নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানকার কাজ বন্ধ রাখা হয়েছে।
এদিকে আগামী ৯ ও ১০ ডিসেম্বর ঢাকায় যাওয়ার কথা রয়েছে ভারতের বিদেশ সচিব বিক্রম মিসরির। দুই দেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। বাংলাদেশে পালাবদলের পর এই প্রথম কোনও সচিব পর্যায়ের আধিকারিক সেই দেশে যাচ্ছেন। বৈঠকে দুই দেশের মধ্যে আস্থা ফেরাতে কথা হতে পারে। তার আগে দুই কূটনীতিককে দেশে ফিরিয়ে ঢাকা ভারতের উপর চাপ তৈরি করতে চাইল বলে মনে করা হচ্ছে।