Thursday, January 23, 2025
HomeTop NewsBangladesh | জরুরি তলব! কলকাতা ও ত্রিপুরার দুই কূটনীতিককে ঢাকায় ফেরাল বাংলাদেশ

Bangladesh | জরুরি তলব! কলকাতা ও ত্রিপুরার দুই কূটনীতিককে ঢাকায় ফেরাল বাংলাদেশ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জরুরি ভিত্তিতে ঢাকায় ফেরানো হল কলকাতা ও ত্রিপুরার দুই বাংলাদেশি কূটনীতিককে। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও কলকাতায় উপ হাইকমিশনের সামনে বিক্ষোভের পর পর এই দুই কূটনীতিককে ঢাকায় ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতার ভারপ্রাপ্ত উপ হাইকমিশনার শিকদার মো. আশরাফুর রহমান ইতিমধ্যেই ঢাকায় পৌঁছে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হাসানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। কলকাতার পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে। ত্রিপুরার সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদও ঢাকায় ফিরেছেন বলে জানা গেছে।

বাংলাদেশের ‘অরাজক’ পরিস্থিতি ও সংখ্যালঘু নির্যাতনের একের পর এক ঘটনা সামনে আসায় প্রতিবেশী ভারতেও প্রবল প্রতিক্রিয়া শুরু হয়েছে। এখানে বহু হিন্দুত্ববাদী সংগঠন রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে। এদের তরফেই ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারি হাই কমিশনারের দপ্তরে হামলা হয়। এই হামলার কঠোর নিন্দা করে ভারত। ঢাকার তরফেও তীব্র নিন্দা করা হয়। যদিও ভারত এর মধ্যেই হামলার ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে। তবে বাংলাদেশ বিষয়টি নিয়ে প্রতিবাদে সরব হয়েছে। ওই ঘটনার পর‌দিন থেকে সহকা‌রী হাইক‌মিশ‌নে সব ধরনের কনস্যুলার ও ভিসা সেবা বন্ধ করেছে বাংলাদেশ সরকার। নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানকার কাজ বন্ধ রাখা হয়েছে।

এদিকে আগামী ৯ ও ১০ ডিসেম্বর ঢাকায় যাওয়ার কথা রয়েছে ভারতের বিদেশ সচিব বিক্রম মিসরির। দুই দেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। বাংলাদেশে পালাবদলের পর এই প্রথম কোনও সচিব পর্যায়ের আধিকারিক সেই দেশে যাচ্ছেন। বৈঠকে দুই দেশের মধ্যে আস্থা ফেরাতে কথা হতে পারে। তার আগে দুই কূটনীতিককে দেশে ফিরিয়ে ঢাকা ভারতের উপর চাপ তৈরি করতে চাইল বলে মনে করা হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

S Jaishankar | ‘ভারতের সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দিচ্ছে ট্রাম্প প্রশাসন’, মার্কিন সফর নিয়ে বললেন...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হয়ে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। ওয়াশিংটন সফর...

NJP Station | প্রজাতন্ত্র দিবসের আগে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনকে

0
শিলিগুড়ি: সামনেই ২৬ জানুয়ারি। নাশকতা রুখতে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে বাড়ছে নিরাপত্তা। আর এই গুরুত্বপূর্ণ রেল স্টেশনে নিরাপত্তা সুনিশ্চিত করতে রেলের পদস্ত কর্তাদের নিয়ে...

Siliguri Hospital | শিলিগুড়ি হাসপাতালের স্যালাইনে মিলল ছত্রাক! ফের প্রশ্নের মুখে স্বাস্থ্য দপ্তর

0
শিলিগুড়িঃ মেদিনীপুরের পর এবার শিলিগুড়ি। সংস্থা বদলে ফেলা হলেও রাজ্যে সরকারি চিকিৎসায় ব্যবহৃত স্যালাইনের মান নিয়ে বিতর্ক যেন থামছে না। প্রসূতি মৃত্যুর ঘটনায় নিম্নমানের...

Ind-Eng T20 | ইডেনে বিধ্বংসী ইনিংস অভিষেকের, ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে টি২০ তে যাত্রা...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ৭ ওভার বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ভারত। ইডেন...

Jalpaiguri | খাদ্যমেলায় পিঠের পাশে শিদল, ছ্যাকা

0
অনসূয়া চৌধুরী, জলপাইগুড়ি: একদিনের খাদ্যমেলার আয়োজন করেছিল কলেজ কর্তৃপক্ষ। মঙ্গলবার সেখানে একদিকে দেখা মিলল বিভিন্ন চাইনিজ খাবার, বাঙালির প্রিয় পিঠেপুলির। আরেকদিকে রাজবংশী সম্প্রদায়ের নানা...

Most Popular