উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার রাতেই দিল্লি উড়ে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি। তৃণমূলের আন্দোলনের মাঝেই জরুরি তলব পেয়ে দিল্লির বিমান ধরেন তিনি। শুভেন্দু জানিয়েছেন, দিল্লিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির সঙ্গে দেখা করবেন তিনি। তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করার ঠিক আগেই স্বাধ্বী নিরঞ্জন জ্যোতির সঙ্গে বৈঠক আছে শুভেন্দুর। এছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শায়ের সঙ্গেও দেখা করার কথা রয়েছে তাঁর। শুভেন্দু জানিয়েছেন, ‘আমি গিয়ে বলব ভুয়ো জব কার্ড যেন আইনের আওতায় আসে। চেষ্টা করব যারা লুঠ করেছেন, তাঁদের বিরুদ্ধে যেন ব্যবস্থা গ্রহণ করা হয়।’
সোমবার দিল্লিতে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সুর চড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও তার পালটা দিয়েছে বিজেপিও। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী থেকে শুরু করে আরেক কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদাররা তৃণমূলকে আক্রমণ করেছেন। গিরিরাজ প্রশ্ন তুলেছেন ২৫ লক্ষ ভুয়ো জবকার্ডের টাকা নিয়ে। সিবিআই তদন্তের হুঁশিয়ারিও দিয়েছেন। কলকাতায়ও সুর চড়িয়েছেন শুভেন্দু। তিনি দাবি করেছেন, ১০০ দিনের কাজে এ রাজ্যের প্রভূত দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতির তদন্ত সিবিআইকে দিয়ে করাতে হবে। শুভেন্দু জানিয়েছেন, বহু অযোগ্যদের প্রথমে জব কার্ড প্রাপকের তালিকায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল। পরে খতিয়ে দেখা যায় এমন অনেকেই তালিকায় আছেন, যাঁদের জব কার্ড পাওয়ার কথাই নয়। তবে সূত্রের খবর অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের প্রতিনিধি দলকে কিছু বলার আগে রাজ্য বিজেপির মতামত জেনে নিতে চাইছেন স্বাধ্বী নিরঞ্জন জ্যোতি। তবে শুভেন্দু যে তাঁর দাবিতে অনড় সেকথা আগেই বুঝিয়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।