ওয়াশিংটন: রক্ষণশীলদের হারিয়ে উরুগুয়ের (Uruguay) নতুন প্রেসিডেন্ট হলেন বামপন্থী ইয়ামান্দু ওরসি (Yamandú Orsi)। রবিবার দ্বিতীয় পর্যায়ের হাড্ডাহাড্ডি লড়াইয়ে তিনি রক্ষণশীল শাসকজোটকে পরাস্ত করেছেন। দেশের নিয়ম অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট হলেন ইয়ামান্দুর রানিং মেট ক্যারোলিনা কোসে।
দক্ষিণ আমেরিকা মহাদেশের উরুগুয়েতে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে দু’দফায়। প্রথম দফার ভোট হয়েছিল ২৭ অক্টোবর। দ্বিতীয় পর্যায়ের ভোট হয় গতকাল। পরাজয় মেনে নিয়েছেন মধ্য-দক্ষিণ শাসক জোটের প্রেসিডেন্ট প্রার্থী আলভারো ডেলগাডো। ইয়ামান্দু ওরসির জয়ের খবরে উচ্ছ্বসিত তাঁর সমর্থকরা। নেতাকে ঘিরে তাঁদের উচ্ছ্বলতা ছিল চোখে পড়ার মতো। তাঁরা পতাকা নেড়ে ওরসিকে অভিবাদন জানিয়েছেন। ইয়ামান্দু বলেছেন, ‘দেশে স্বাধীনতা, সাম্য ও ভাতৃত্বের জয় হল। আমি এমন একজন প্রেসিডেন্ট হব, যাঁর নেতৃত্বে এক সুসংহত সমাজ ও দেশ গড়ে উঠবে।’
৫৭ বছরের ওরসি একসময়ে ইতিহাসের শিক্ষক ছিলেন। উরুগুয়ের ব্রড ফ্রন্ট জোট থেকে তিনি দু’বার মেয়র হয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে পালাবদল হলেও বিশ্লেষকরা কিন্তু আর্থিক ক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা দেখছেন না।