উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীপাবলির অনুষ্ঠান (Diwali Party) জমজমাট দিল্লির মার্কিন দূতাবাসে (US Embassy)। আর এই অনুষ্ঠানে মেতে উঠলেন মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি (Eric Garcetti)। বলিউডের ‘তওবা তওবা’ গানে (Bollywood song) সকলের সঙ্গে পা মেলাতেও (Dance) দেখা গিয়েছে তাঁকে। সেই ভিডিও বর্তমানে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
#WATCH | US Ambassador to India, Eric Garcetti dances to the tune of the popular Hindi song ‘Tauba, Tauba’ during Diwali celebrations at the embassy in Delhi
(Video source: US Embassy) pic.twitter.com/MLdLd8IDrH
— ANI (@ANI) October 30, 2024
ভিকি কৌশল-তৃপ্তি দিমরি অভিনীত ছবি ‘ব্যাড নিউজ’-এর এই ‘তওবা তওবা’ গান ঝড় তুলেছিল দেশজুড়ে। এই গানে ভিকির দুর্দান্ত নাচ সকলের মন জয় করেছিল। এবার সেই গানেই নাচলেন ভারতে নিযুক্ত ৫৩ বছর বয়সি এই মার্কিন রাষ্ট্রদূত। গারসেটির পারফরম্যান্সে মুগ্ধ দর্শকরাও। অনুষ্ঠানে গারসেটির পরনে ছিল খয়েরি কুর্তা আর সাদা পাজামার সঙ্গে লাল উত্তরীয়। যদিও গত বছরের দীপাবলির অনুষ্ঠানেও বলিউড গানে নেচেছিলেন গারসেটি। সেবারেও তাঁর নাচের ভিডিও ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়।
প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর ধুমধাম করে দীপাবলি উৎসব অনুষ্ঠিত হয়েছে হোয়াইট হাউসেও। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রদীপ জ্বালিয়ে সেই অনুষ্ঠানের সূচনা করেন। ৬০০ জনেরও বেশি ভারতীয় বংশোদ্ভূতরা উপস্থিত হয়েছিলেন সেই অনুষ্ঠানে। এবার দীপাবলির অনুষ্ঠানে মেতে উঠল দিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাসও।

