উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবৈধ ভারতীয় অভিবাসীদের নিয়ে অমৃতসরে (Amritsar) নামল মার্কিন সেনার বিমান (US Deports Illegal Immigrants)। মঙ্গলবারই আমেরিকার একটি সামরিক বিমান ‘সি-১৭’ (C-17 Aircraft) তাঁদের নিয়ে রওনা দেয় ভারতের (India) উদ্দেশে। টেক্সাস (Texas) থেকে যাত্রা শুরু করে মার্কিন সামরিক বিমানটি। প্রথম দফায় ১০৪ জন ভারতীয়কে ফেরানো হচ্ছে বলে খবর ছিল। এদিন কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আঁটসাঁট নিরাপত্তা ছিল অমৃতসর বিমানবন্দরে। প্রথম দফায় অবৈধ অভিবাসীদের পাঠানো হল ভারতে। এরপর আমেরিকায় থাকা আরও অবৈধ অভিবাসীকে ক্রমে পাঠানো হবে বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, দ্বিতীয়বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট পদে বসেছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আর প্রেসিডেন্ট পদে বসার পরই সে দেশ থেকে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো নিয়ে উদ্যোগী হন মার্কিন প্রেসিডেন্ট। ইতিমধ্যে আমেরিকায় বসবাসকারী বেশ কয়েকটি দেশের অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করেছে আমেরিকা। ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে আমেরিকায় গিয়ে অবৈধ অভিবাসন প্রসঙ্গে দিল্লির অবস্থানও স্পষ্ট করেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। তিনি জানান, যদি আমেরিকায় দেশের কাউকে অবৈধভাবে থাকার প্রমাণ পাওয়া যায়, এবং তাঁরা যদি নিশ্চিত হন যে সে ভারতীয় নাগরিক, তবে তাঁকে দেশে ফেরানোর জন্য কেন্দ্র প্রস্তুত। এদিন বিমানে থাকা সকলের পরিচয় খতিয়ে দেখা হয়।