উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্টের পদে বসেছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর মার্কিন মসনদে বসার পর অবৈধ অভিবাসীদের ভারতে ফেরত পাঠানো (US Deports Indian Migrants) শুরু হয়েছে। সূত্রের খবর, আমেরিকার একটি সামরিক বিমান ‘সি-১৭’ তাঁদের নিয়ে রওনা দিয়েছে ভারতের (India) উদ্দেশে। ভারতীয় সময় মঙ্গলবার ভোর ৩টা নাগাদ টেক্সাস (Texas) থেকে যাত্রা শুরু করেছে মার্কিন সামরিক বিমান সি-১৭ (C-17 Aircraft)। প্রথম দফায় ২০৫ জন ভারতীয়কে ফেরানো হচ্ছে বলে জানা গিয়েছে। যদিও এবিষয়ে এখনও দিল্লি বা আমেরিকার প্রশাসনের তরফে স্পষ্ট কিছু জানানো হয়নি।
এনিয়ে মার্কিন দূতাবাসের এক মুখপাত্রর কথায়, আমেরিকা নিজের সীমান্তের দিকে সজাগ নজর রাখছে। অভিবাসন আইনে কড়াকড়ি করা হচ্ছে। অবৈধ অভিবাসী রাখার কোনও ঝুঁকি নেওয়া হবে না। যদিও ফেরত পাঠানো প্রসঙ্গে তিনি সরাসরি কোনও মন্তব্য করেননি।
আমেরিকার প্রেসিডেন্ট পদে আসীন হয়েই অবৈধ অভিবাসন নিয়ে কড়া ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে আমেরিকায় গিয়ে অবৈধ অভিবাসন প্রসঙ্গে দিল্লির অবস্থানও স্পষ্ট করেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। তিনি জানান, যদি আমেরিকায় দেশের কাউকে অবৈধভাবে থাকার প্রমাণ পাওয়া যায়, এবং তাঁরা যদি নিশ্চিত হন যে সে ভারতীয় নাগরিক, তবে তাঁকে দেশে ফেরানোর জন্য কেন্দ্র প্রস্তুত।