উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আদানি ঘুষকাণ্ডে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির অভিযোগকে খারিজ করতে গিয়ে মার্কিন বিদেশদপ্তরকে পালটা কাঠগড়ায় তুলেছিল বিজেপি। গেরুয়া শিবিরের সেই অভিযোগ শনিবার পত্রপাঠ খারিজ করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার নয়াদিল্লিস্থিত মার্কিন দূতাবাসের এক মুখপাত্র জানিয়েছেন, ভারতের শাসক দল যে ধরনের অভিযোগ করেছে তা হতাশাজনক। মার্কিন যুক্তরাষ্ট্র সারাবিশ্বে সংবাদমাধ্যমের স্বাধীনতার দাবিতে দীর্ঘদিন ধরেই চ্যাম্পিয়ন। যে-কোনও গণতন্ত্রে স্বাধীন এবং নিরপেক্ষ সংবাদমাধ্যম অত্যন্ত জরুরি।
আদানি কাণ্ডে রাহুল গান্ধি ও কংগ্রেস যেভাবে সুর চড়িয়েছে তার জবাবে প্রধান বিরোধী দলের বিরুদ্ধে মার্কিন বিনিয়োগকারী জর্জ সোরোসের হাতে তামাক খাওয়ার অভিযোগ তুলেছে বিজেপি। আর তা করতে গিয়ে রাহুল গান্ধিকে দেশদ্রোহী বলেও আক্রমণ করেছেন বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র। তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে অপদস্থ করার জন্য মার্কিন বিদেশদপ্তর বিরোধী দলনেতা রাহুল গান্ধি এবং অর্গানাইজড ক্রাইম অ্যান্ড কোরাপশন রিপোর্টিং প্রোজেক্ট বা ওসিসিআরপিকে মিডিয়া টুল হিসেবে ব্যবহার করছে। এই ধরনের অ্যাজেন্ডা দীর্ঘদিন ধরেই নিয়ে চলেছে মার্কিন বিদেশদপ্তর।
আমস্টারডামস্থিত ওসিসিআরপি দুর্নীতি এবং অপরাধের ব্যাপারে নানাবিধ তদন্তমূলক প্রতিবেদন প্রকাশ করে। বিজেপি ফরাসি মিডিয়ার একটি প্রতিবেদনকে হাতিয়ার করে অভিযোগ করেছিল, ওই সংগঠনটি মার্কিন বিদেশদপ্তরের পাশাপাশি জর্জ সোরোসের ফাউন্ডেশন থেকেও মোটা অঙ্কের অর্থ পায়। যদিও যাবতীয় অভিযোগ মানতে অস্বীকার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।