উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ইয়েমেনে মার্কিন হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩। আহত হয়েছে ৯৮ জন। শনিবার যুক্তরাষ্ট্র হুথি জঙ্গিদের ঘাঁটিতে শক্তিশালী বিমান হামলা চালায়। লোহিত সাগরে চলাচলকারী জাহাজের ওপর লাগাতার হুথি-হামলার জেরে এই পালটা আক্রমণ বলে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছেন।
ওয়াশিংটন জানিয়েছে, নিহতদের মধ্যে কিছু শীর্ষ হুথি নেতা রয়েছে। লোহিত সাগরে জাহাজে হামলা বন্ধের ঘোষণা না করা পর্যন্ত হুথিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কয়েক সপ্তাহ পর্যন্ত এই অভিযান চলতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রশাসনের এক আধিকারিক। আবার নিজেরাও পালটা হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা করেছে জঙ্গি সংগঠনটি।
হুথি নেতা আব্দুল মালিক আল-হুতি রবিবার বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ইয়েমেনে হামলা অব্যাহত রাখলে লোহিত সাগরে দেশটির জাহাজ লক্ষ্য করে আমাদের হামলাও জারি থাকবে।’
এক দশকের বেশি সময় ধরে হুথিরা সশস্ত্র সংগ্রাম করছে। ইয়েমেনের অধিকাংশ অঞ্চল বর্তমানে তাদের নিয়ন্ত্রণে। ২০২৩ সালের নভেম্বর থেকে লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে তারা ১০০-র বেশি হামলা চালিয়েছে। তাদের দাবি, গাজায় ইজরায়েলি হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনি ও হামাসের প্রতি সমর্থন জানিয়ে তারা এসব হামলা চালাচ্ছে।