উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীত বিদায়ের পথে। এবার পালা গরমের। আর এই সময় সবচেয়ে সমস্যা হয় ত্বকের (Skin Care)। তৈলাক্ত ত্বক নিয়ে নানা সমস্যায় ভুগতে হয়। গরমে ত্বকের এই সমস্যাগুলি দূর করতে পারে টি ট্রি অয়েল। তাই ত্বকের পরিচর্যায় ব্যবহার করা যেতে পারে এটি। এতে কী কী সুফল মিলবে?
১. এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে টি ট্রি অয়েল। ত্বকের মরা কোষ দূর করে এই তেল। নিয়মিত যদি এই তেল ব্যবহার করলে হলে ত্বক হবে কোমল, মসৃণ এবং ঝকঝকে।
২. ব্রণ নিয়ে নাজেহাল হতে হয় গোটা বছরই। তবে গরমে এই সমস্যা আরও বাড়ে। এই সমস্যা সমাধানে দামি প্রসাধনী ব্যবহার না করে শুধু টি ট্রি অয়েল মাখলেই ত্বকের ধারেকাছে আসবে না ব্রণ। সরাসরি না মেখে টি ট্রি অয়েল গোলাপজলের সঙ্গে মিশিয়ে মাখলে ভালো। কিছুক্ষণ রেখেই ধুয়ে ফেলতে হবে।
৩. ময়েশ্চারাইজার হিসেবেও টি ট্রি অয়েল ব্যবহার করতে পারেন। এছাড়া ময়েশ্চারাইজারের সঙ্গে দু’ফোঁটা এই তেল মিশিয়ে মাখতে পারেন।