উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাইরের থেকে ঘরে আসার পর বেশিরভাগ মানুষই ফেসওয়াশ ব্যবহার করেন। যাতে ত্বকে থাকা ধুলোময়লা বেরিয়ে যায়। কিন্তু ত্বক ভালো রাখতে চাইলে বাজারচলি ফেসওয়াশ বা সাবানের ব্যবহার কমাতে হবে। বিকল্প হিসাবে ব্যবহার করতে পারেন ঘরোয়া টোটকা। এতে ত্বক কোমল ও মসৃণ থাকবে (Skin Care)।
১. লেবুর রস, গ্লিসারিন আর গোলাপজল একসঙ্গে মিশিয়ে কাচের পাত্রে রেখে ফ্রিজে তুলে রাখুন। এই প্যাক মুখে মেখে আধ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন। ত্বক স্পর্শকাতর হলে লেবুর রসের পরিমাণটা কমিয়ে দিতে হবে।
২. শসা কুঁচিয়ে রস বার করে নিন। সেই রস কিউব আকারে ডিপ ফ্রিজে জমিয়ে রাখতে পারেন। প্রয়োজনের সময় একটি কিউব বার করে ত্বকে বুলিয়ে নিলেই হয়ে গেল।
৩. সমপরিমাণ দুধ, মধু এবং নারকেল তেল নিন। মিশ্রণটি যেন থকথকে হয়। এই মিশ্রণটি কাচের বয়ামে ভরে ফ্রিজে রেখে দিন। সপ্তাহখানেক ব্যবহার করতে পারেন। মুখ ধোয়ার আগে এই মিশ্রণ বার করে ত্বকে মালিশ করে নিন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন। তবে ত্বক তৈলাক্ত হলে মিশ্রণ তৈরির সময় নারকেল তেল বাদ দিন।