মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

Siliguri | সেজেগুজে চুরি করতে যেতেন বিভিন্ন বিয়েবাড়িতে! অবশেষে পুলিশের জালে ‘ছদ্মবেশী চোর’  

শেষ আপডেট:

শিলিগুড়ি: শিলিগুড়ি শহরে একের পর এক বিয়েবারিতে ঘটছিল চুরির ঘটনা। তেমনই এক ঘটনার তদন্তে নেমে গ্রেপ্তার করা হল চোর বাবাজিকে। জানা গিয়েছে, রীতিমত সেজেগুজে আমন্ত্রিতদের ভিড়ে মিশেই বিভিন্ন বিয়েবাড়িতে ঢুকে যেতেন এই ‘ছদ্মবেশী’। সেখানে পেট ভরে খাওয়া দাওয়া সেরে বিয়েবাড়ি থেকে ব্যাগপত্র বা টাকাপয়সা যা হাতে আসত তা নিয়ে চম্পট দিত এই চোর।পুলিশ সূত্রের খবর, ধৃত ব্যক্তির নাম মনোজ চৌধুরী। পেশায় রংমিস্ত্রি মনোজের বাড়ি শিলিগুড়ি সংলগ্ন শিবমন্দির এলাকায়।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে শিলিগুড়ি শহরের বিভিন্ন অনুষ্ঠানবাড়িতে একের পর এক চুরির ঘটনা ঘটতে থাকে। যার তদন্তে নেমেও কোনও সুরাহা করতে পারছিল না পুলিশও। এই আবহেই গত মাসে শিলিগুড়ির রবীন্দ্রনগরের এক বাসিন্দার মেয়ের বিয়েতে চুরির ঘটনা ঘটে। সেই ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে এক সন্দেহভাজনকে চিহ্নিত করে পুলিশ।

এরই মধ্যে রবিবার শিলিগুড়ির সেবক রোডে একটি বিয়েবাড়িতে হাজির হয় সেই ‘চোর’। তাঁকে দেখে মনে সন্দেহ জাগে ওই অনুষ্ঠানবাড়ির এক নিরাপত্তারক্ষীর। খবর দেওয়া হয় পুলিশে। এরপর পানিট্যাঙ্কি ফাড়ির পুলিশ সেই অনুষ্ঠান বাড়িতে গিয়ে আটক করে সেই সন্দেহভাজন ব্যাক্তিকে। সিসিটিভি তে দেখা ব্যক্তির সঙ্গেও মিলে যায় তাঁর চেহারা। ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয় ওই ‘ছদ্মবেশী চোর’কে। ধৃতকে সোমবার আদালতে পেশ করা হলে ৫ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Share post:

Popular

More like this
Related

Harishchandrapur | পাট্টা বিলি ঘিরে বেনিয়মের অভিযোগ! ঘেরাও ভূমি সংস্কার আধিকারিকের দপ্তর  

হরিশ্চন্দ্রপুর: পাট্টা বিলি ঘিরে বেনিয়মের অভিযোগ! আর এই অভিযোগেই...

Balurghat | নেলপালিশ, ফুড সাপ্লিমেন্ট তৈরিতে মাছের আঁশ! বিকল্প কর্মসংস্থানের দিশা আত্রেয়ী পাড়ে

পঙ্কজ মহন্ত, বালুরঘাট: মাছ বাজারে ঢুকলে হামেশাই দেখা যায়...

Mal Bazar | বিয়ের দু’বছর পরও মেলেনি রূপশ্রীর টাকা! অভিযোগ মহিলার

মালবাজার: বিয়ের দু’বছর পেরিয়ে গেলেও রূপশ্রী প্রকল্পের টাকা হাতে...

Chopra | বজ্রপাতের শব্দে হার্ট অ্যাটাক! সীমান্তে মৃত্যু বিএসএফ জওয়ানের

চোপড়া: বজ্রপাতের শব্দে হার্ট ‌অ্যাটাক হয়ে মৃত্যু হল সীমান্তে...