ফালাকাটা: জমির পাট্টা প্রদান, আদিবাসী চা শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধি, সমস্ত শিক্ষিত আদিবাসী যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা, সরকারি প্রকল্পে গৃহ নির্মাণ সহ আরও একাধিক দাবিতে সরব হল উত্তর বঙ্গাল আদিবাসী বিকাশ পরিষদ। সংগঠনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শুক্রবার ফালাকাটায় মিছিল করা হয়। পরে বিভিন্ন দাবিতে তারা ফালাকাটা পুরসভার চেয়ারম্যান ও বিডিওকে স্মারকলিপি দেন।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জয়প্রকাশ বরাইক বলেন, ‘আদিবাসী কন্যা ও মহিলাদের সুরক্ষার ব্যবস্থা, আদিবাসী এলাকায় শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের দাবিতে এদিন পুরসভার চেয়ারম্যান ও বিডিওকে স্মারকলিপি দেওয়া হয়েছে। দাবি পূরণ না হলে আরও বৃহত্তর আন্দোলন করা হবে।‘