Tuesday, January 21, 2025
HomeExclusiveUttar Dinajpur | ‘দিদিকে বলো’ তে ফোন করে বাড়ি পেলেন ১০২ জন

Uttar Dinajpur | ‘দিদিকে বলো’ তে ফোন করে বাড়ি পেলেন ১০২ জন

ডালখোলা: অধিকারের জন্য প্রশ্ন করা যে নাগরিক সমাজের কর্তব্য তা প্রমাণ করে দিল আলতাপুর ১ গ্রাম পঞ্চায়েতের ১০২ জন বাসিন্দা। মাথা গোঁজার ঘর নেই। ‘দিদিকে বলো’র হেল্পলাইন নম্বরে ফোন করে সে কথা বলার পরই ‘বাংলার বাড়ি’ যোজনায় ঘর প্রাপকদের নতুন তালিকায় নাম উঠে গেল রাঙ্গামাটি গ্রামের জায়েদা সহ ১০২ জনের।

উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) জেলার করণদিঘি ব্লকের বাসিন্দা জায়দা সহ বেশকিছু জন সরকারি নিয়ম মেনে ২০১৮-১৯ আর্থিক বছরে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ঘরের জন্য আবেদন করেছিল। পঞ্চায়েতের তরফে সেই আবেদনপত্র অনুযায়ী প্রাথমিক সমীক্ষা হয়েছিল। কিন্তু আবাস যোজনার উপভোক্তাদের নামের তালিকা প্রকাশ হতেই দেখা যায়, বহু যোগ্য আবেদনকারী বাদ পড়েছেন।

আবাস যোজনার তালিকায় বঞ্চিত পরিবারগুলি শেষমেশ দিদিকে বলো হেল্পলাইন নম্বরে ফোন করেন। তারপর, ফোনের অপর প্রান্ত থেকে আবেদনকারীদের কাছে বেশ কিছু তথ্য চাওয়া হয়। সেই তথ্য পাঠানোর মাস ঘুরতে না ঘুরতেই ব্লক অফিসের আধিকারিকরা আবেদনকারীদের বাড়িতে পৌঁছে গেলেন। তালিকায় নাম উঠতেই খুশি গৃহহীন পরিবারগুলো।

আলতাপুর ১ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা জায়দা, নাসিবুল হক, সজবুল হক, কামরুল হক, রহিম আলিরা বলেন, ‘প্লাস্টিকের ছাউনির নীচে কেউবা টিনের চালায় কোনওরকমে সন্তানদের নিয়ে বসবাস করি। ঘরের জন্য নিয়ম মেনে আবেদন করেছিলাম। কিন্তু তালিকায় আমাদের নাম ছিল না। পরে দিদিকে বলার পর ব্লক থেকে আধিকারিকরা এসে কাগজপত্র নিয়ে গিয়েছিলেন। আবাস যোজনার তালিকায় এবার আমার নাম উঠেছে। কারও কারও প্রথম কিস্তির টাকাও ঢুকেছে।’

তিনি বলেন, ‘শীঘ্রই বাড়ি নির্মাণের কাজ শুরু করব।’ আলতাপুর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান আমিনা বিবি বলেন, ‘যারা ‘দিদিকে বলো’ নম্বরে ফোন করেছিল। আবাস যোজনার তালিকায় নতুন করে পরিবারের নাম যুক্ত হয়েছে।’

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Curd | শীতে দই খেলেই সর্দিকাশিতে ভোগেন? সমস্যা সমাধানে এই উপকরণগুলি মিশিয়ে খেতে পারেন

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীতকালে দই (Curd) খেলে অনেকের সর্দিকাশি শুরু হয়ে যায়। তাই ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে শীতে দই খান না অনেকে। তবে...

Migratory Birds | ৯৭০ পরিযায়ী পাখির হদিস বুনিয়াদপুরে

0
নিউজ ব্যুরো: শুরু হল জলজ পরিযায়ী পাখি (Migratory Birds)  গণনার কাজ। বন দপ্তর বুনিয়াদপুরে (Buniadpur) কুশমণ্ডি রেঞ্জের উদ্যোগে রবিবার সকাল থেকে জলজ পাখি গণনায়...

Emergency | লন্ডনের প্রেক্ষাগৃহে উঠল ভারতবিরোধী স্লোগান! খলিস্তানি তাণ্ডবের জেরে বন্ধ কঙ্গনার ‘ইমার্জেন্সি’

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কঙ্গনা রানাউত অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘ইমার্জেন্সি’ (Emergency) নিয়ে বিতর্কের শেষ নেই। এবার এই শো চলাকালীনই লন্ডনের (London) একটি সিনেমা...

Dakshin Dinajpur University | বিল না মেটানোয় বন্ধ ইন্টারনেট, অচলাবস্থা দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে 

0
সুবীর মহন্ত, বালুরঘাট: উত্তরবঙ্গের মধ্যে বালুরঘাট, আলিপুরদুয়ার, দার্জিলিং হিল বিশ্ববিদ্যালয়ে পরিকাঠামো, নিয়োগসহ একাধিক সমস্যা ছিল। কিন্তু তারপরেও পরের দুই বিশ্ববিদ্যালয়ে সমস্যা আপাতত মেটার পথে।...

Maoist Leader Chalapati | মাথার দাম ১ কোটি! কেন এত দামি ছিলেন মাও নেতা...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ তাঁর মাথার দাম ধার্য ছিল ১ কোটি টাকা! জয়রাম রেড্ডি(Jayaram Reddy) ওরফে রামচন্দ্র রেড্ডি বা আপ্পারাও অথবা রামু। তবে সবচেয়ে...

Most Popular