বিশ্বজিৎ সরকার রায়গঞ্জ: বাড়িতে কেউ না থাকার সুবাদে নাবালিকাকে অপহরণ করে অন্যত্র লুকিয়ে রাখার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। সোমবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur) রায়গঞ্জ (Raiganj) থানার শীতগ্রাম গ্রাম পঞ্চায়েতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সদ্য মাধ্যমিক পরীক্ষা দেওয়া নাবালিকার বাড়ি সংশ্লিষ্ট এলাকায়। সে স্থানীয় হাইস্কুলের পরীক্ষার্থী। অভিযুক্ত অপহরণকারীর নাম জানতে পারলেও বাকিদের নাম জানা সম্ভব হয়নি পরিবারের।
অভিযুক্ত তরুণের বাড়ি দক্ষিণ দিনাজপুর (Dakshin Dinajpur) জেলার কুশমণ্ডি থানা এলাকায়। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনে অপহরণ ও অন্যত্র লুকিয়ে রাখার অভিযোগ দায়ের করেছে রায়গঞ্জ থানার পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে ওই নাবালিকা বাড়িতে একাই রান্নাবান্না করছিল। বাড়ির সদস্যরা জমির কাজে ব্যস্ত ছিল। কেউ না থাকার সুবাদে একটি বোলেরো গাড়ি নিয়ে এসে ওই নাবালিকাকে টেনেহিঁচড়ে গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যায়। এদিন বিকেলে ওই তরুণ নাবালিকার মায়ের মোবাইলে ফোন করে জানায় তাদের মেয়েকে অপহরণ করা হয়েছে। পুলিশে অভিযোগ করলে পরিণাম খারাপ হবে। এরপর নাবালিকার মা-বাবা সহ পরিবারের সদস্যরা পুলিশ আধিকারিকের দ্বারস্থ হয়।
মোবাইলের লোকেশন ট্র্যাক করে ওই নাবালিকাকে খোঁজখবর চালানোর পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তার করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তদন্তকারীরা। ঘটনা প্রসঙ্গে ওই নাবালিকার বাবার বক্তব্য, ‘আমার মেয়েকে একদল দুষ্কৃতী অপহরণ করেছে। তাঁকে অন্যত্র বিক্রি করে দিতে পারে সেই আশঙ্কায় ভুগছি। অভিযুক্ত ওই তরুণ ফোন করে বলেছে থানায় অভিযোগ করলে পরিণাম খারাপ হবে।’ অপহৃত নাবালিকার মায়ের অভিযোগ, ‘বাড়িতে কেউ না থাকার সুযোগে আমার মেয়েকে অন্যত্র অপহরণ করে কোথাও গুম করে দিয়েছে।’ পুলিশ জানিয়েছে, ওই সমস্ত অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। যত দ্রুতসম্ভব অভিযুক্তকে গ্রেপ্তার করা হবে।’