বিশ্বজিৎ সরকার, রায়গঞ্জ: ছোট ছেলে আক্রান্ত ক্যানসারে (Cancer)। চিকিৎসার জন্য দরকার ৮০ লক্ষ টাকা। সেই টাকার জন্য মাদক পাচার করতে গিয়ে উত্তর দিনাজপুর জেলায় (Uttar Dinajpur News) পুলিশের হাতে ধরা পড়লেন দম্পতি। ধৃতরা হলেন মহম্মদ রেজাউদ্দিন (৪৫) এবং তাঁর স্ত্রী রঞ্জিলা মুর্মু (৪২)। রঞ্জিলা মুর্মুর বাড়ি জলপাইগুড়ির (Jalpaiguri) ধুমসিবলে। স্বামী মহম্মদ রেজাউদ্দিনের বাড়ি মণিপুরের থৌবাল জেলার ওয়াংজিং গ্রামে। দম্পতির থেকে উদ্ধার হয় ৭৫০ গ্রাম ব্রাউন সুগার, যার আনুমানিক বাজারমূল্য ৮০ লক্ষ টাকা।
মাদক কারবারের জন্য মহম্মদ রেজাউদ্দিন অধিকাংশ সময় জলপাইগুড়ি বা আলিপুরদুয়ারে থাকত। নেপাল ও ভুটানেও দম্পতির অবাধ যাতায়াত রয়েছে। দম্পতির সঙ্গে জঙ্গিযোগ থাকতে পারে অনুমান করছে এসটিএফ।
পুলিশের কাছে খবর আসে, কোচবিহার থেকে কলকাতাগামী বাসে করে পাচার হবে মাদক। রায়গঞ্জ থানার পুলিশ ও কলকাতার এসটিএফ যৌথ অভিযান চালিয়ে শীতগ্রাম পঞ্চায়েতের ডাঙাপাড়ায় টোল ট্যাক্সের সামনে একটি সরকারি বাসে তল্লাশি চালিয়ে প্রায় ৭৫০ গ্রাম মাদক বাজেয়াপ্ত করে। গ্রেপ্তার করে দম্পতিকে।
ধৃত ওই মহিলা পুলিশকে জানিয়েছেন, তাঁর আট বছরের ছেলে ব্লাড ক্যানসারে আক্রান্ত। চিকিৎসার জন্য প্রচুর টাকার প্রয়োজন। সেই কারণেই মাদক নিয়ে কালিয়াচকে যাচ্ছিলেন।’ দম্পতি আগে সুপুরি-কাপড়ের ব্যবসা করতেন।
পুলিশ সুপার মহম্মদ সানা আখতার বলেন, ‘মাদক সহ দুইজনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হবে।’ ধৃতদের বুধবার রায়গেঞ্জর অতিরিক্তি জেলা দায়রা আদালতে তোলা হলে আদালত ১০ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেয়।