উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে (Uttar Pradesh) খাবারের দোকানে সাইন বোর্ডে মালিকের নাম-ঠিকানা লিখতে হবে। মঙ্গলবার লখনউয়ে (Lucknow) এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি কাঁওয়ার যাত্রা অর্থাৎ মহাদেবের মাথায় জল ঢালতে যাওয়া পুর্ণ্যার্থীদের যাত্রাপথের দু-পাশের খাবারের দোকানগুলিকে এই নির্দেশ দেওয়া হয়েছিল। সরকারের তরফে সেইসময় ব্যাখ্যা দেওয়া হয়, পুর্ণ্যার্থীরা যাতে যে কোনও খাবারের দোকানে ঢুকে না পড়েন সে জন্যই এই নির্দেশ। মালিকের নাম দেখে বোঝা যাবে তিনি হিন্দু নাকি হিন্দু নন। অহিন্দুর দোকানে নিরামিষ খাবার পাওয়ার সম্ভাবনা কম। কাঁওয়ার যাত্রার সময় হিন্দুরা আমিষ খাবার থেকে দূরে থাকেন। তবে এদিন যোগী সরকারের নেওয়া সিদ্ধান্তের সঙ্গে তীর্থযাত্রার কোনও যোগের কথা বলা হয়নি।
সম্প্রতি দিল্লি (Delhi) লাগোয়া গাজিয়াবাদে একজন সরবত বিক্রেতার অপকর্ম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। দেখা যায়, সরবতের সঙ্গে তিনি প্রস্রাব মেশাচ্ছেন। এই ঘটনাকে অস্ত্র করে সব রেস্তোরাঁ, হোটেল, ধাবার সাইন বোর্ডে মালিকের নাম লেখা বাধ্যতামূলক করা হচ্ছে। সেই সঙ্গে মালিকের ঠিকানা এবং ফোন নম্বরও লিখে রাখতে বলা হয়েছে। যাতে অভিযোগ উঠলে মালিকের সঙ্গে যোগাযোগ করা যায়। যোগী সরকার সিদ্ধান্ত নিয়েছে, প্রশাসনিক আধিকারিকরা খাবার দোকানে গিয়ে খাবারের মান এবং পরিচ্ছন্নতা মানা হচ্ছে কি না তা দেখবেন। তবে রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার কারণে অনেকেই এই সিদ্ধান্তকে সঠিক মনে করছেন না।