উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ফের এনকাউন্টার (Encounter)। এবার খতম করা হল ২ নাবালিকাকে ধর্ষণে অভিযুক্তকে। আরও একাধিক মামলা ছিল তার বিরুদ্ধে। ২৫ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। সারুরপুর পুলিশ স্টেশন এলাকায় ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে, ওই ব্যক্তি পুলিশের উপর গুলি চালিয়ে পালানোর চেষ্টা করেছিল। পুলিশ তাকে আত্মসমর্পণ করতে বলে। কিন্তু সে পালিয়ে যেতে শুরু করে। পালটা গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। সেই গুলিতেই ঘায়েল হয়ে মৃত্যু হয় ওই ব্যক্তির। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান এসপি (গ্রামীণ) অভিজিত কুমার সহ বিপুল পুলিশবাহিনী। দীর্ঘদিন ধরে গা ঢাকা দিয়েছিল সে। অবশেষে পুলিশ তাকে ধরে ফেলে। অভিযুক্তকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
মিরাটের (Meerut) এসএসপি বিপিন টাডা জানান, নিহতের বিরুদ্ধে ধর্ষণ, লুট, খুনের চেষ্টা সহ একাধিক মামলা ছিল। সে অতীতে এক নাবালিকাকে ধর্ষণের দায়ে পাঁচ বছর কারাবাসে ছিল। জেল থেকে মুক্তি পাওয়ার পরও সে অপরাধের পথে ফিরে যায়।

