উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তরাখণ্ডে বাস দুর্ঘটনায় (Uttarakhand Bus Accident) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৬। আহত অন্তত ১৯ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। দুর্ঘটনায় বাসটি দুমড়ে মুচড়ে গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ। হতাহতদের পরিবারের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেছে কেন্দ্র ও রাজ্য সরকার।
মৃতদের পরিবারের জন্য চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। আহতদের পরিবারপিছু এক লক্ষ টাকা ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। প্রধানমন্ত্রীর তহবিল থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
সোমবার উত্তরাখণ্ডের (Uttarakhand) আলমোড়ায় দুর্ঘটনার কবলে পড়ে একটি যাত্রীবাহী বাস। বাসটিতে ৪০ জনেরও বেশি যাত্রী ছিলেন। বাসটি গাড়োয়াল থেকে কুমায়ুনের দিকে যাচ্ছিল। আলমোড়ার মারচুলার কাছে দুর্ঘটনাটি ঘটে। জেলাশাসক অলোক কুমার পাণ্ডে জানান, নিয়ন্ত্রণ হারিয়ে ২০০ মিটার গভীর খাদে পড়ে গিয়েছে বাসটি। দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল। শুরু হয় উদ্ধারকাজ। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহতদের আকাশপথে উড়িয়ে অন্যত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।
কীভাবে দুর্ঘটনা ঘটল তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। বাসে কোনও যান্ত্রিক ত্রুটি হয়েছিল নাকি অন্য কোনও কারণে তা নিয়ন্ত্রণ হারিয়েছে? এসব নানা প্রশ্ন উঠছে। তবে অনেকের ধারণা, রাতভর চড়াই-উতরাই পথে বাস চালাতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছিলেন চালক। মুহূর্তের অন্যমনস্কতা থেকেই কি এত বড় বিপত্তি? শুরু হয়েছে তদন্ত।