রায়গঞ্জ: শিশুদের বাড়ি বাড়ি গিয়ে ভুয়ো টিকা দেওয়ার অভিযোগ উঠেছিল রায়গঞ্জের ইয়ংমেন অ্যাসোসিয়েশনের এক মহিলাকর্মীর বিরুদ্ধে। দীর্ঘদিন ধরেই ওই টিকাকরণ সংস্থার অফিস রয়েছে রায়গঞ্জ মোহনবাটির ক্যারিটাসে। ঘটনার পরই ওই টিকাকরণ সংস্থাটিকে অন্যত্র চলে যাওয়ার কথা বলেন ক্যারিটাস কর্তৃপক্ষ। এর জেরে ক্যারিটাসের ফাদারকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এদিন যদিও রায়গঞ্জ পুরসভার দুই কাউন্সিলরের উপস্থিতিতে ওই টিকাকরণ কেন্দ্রটি ক্যারিটাস থেকে সরিয়ে নেওয়া হয়। আগামী রবিবার টিকাকেন্দ্র থেকে শিশুদের কোনও টিকা দেওয়া হবে না তা জানিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন : দখল হচ্ছে আত্রেয়ী খাঁড়ি, গুরুতর অভিযোগ তুলল বিজেপি