উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train) লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ উঠল। জানা গিয়েছে, পাথরের ঘায়ে ওই ট্রেনের একটি জানলার কাচ ফেটে গিয়েছে। ঘটনায় এক যুবককে গ্রেপ্তার (Arrest) করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উত্তরাখণ্ডের (Uttarakhand) দেহরাদুন থেকে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখনউয়ের দিকে যাচ্ছিল বন্দে ভারত এক্সপ্রেস। খারাঞ্জা কুতুবপুরের গ্রামের উপর দিয়ে যাওয়ার সময় ট্রেনে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। সি-৬ কামরার একটি জানলায় পাথর এসে সজোরে আঘাত করে। তাতে জানলার কাচে ফাটল তৈরি হয়। তবে সুরক্ষিত রয়েছেন যাত্রীরা। ঘটনার পর চালক মোরাদাবাদের কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করেন। সেখান থেকে খবর পায় রেল পুলিশও। রেল পুলিশের একটি দল এলাকায় পৌঁছে তল্লাশি চালিয়ে ২২ বছরের যুবককে গ্রেপ্তার করে। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে।
রেল পুলিশের ইনস্পেক্টর রবি কুমার সিওয়াচ জানিয়েছেন, ধৃতের বিরুদ্ধে রেলওয়ে আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।