রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

Varun Chakravarthy | ২০২১ টি২০ বিশ্বকাপের পর হুমকি ফোন পেয়েছিলেন বরুণ

শেষ আপডেট:

কলকাতাঃ জীবনটা আচমকা বদলে গিয়েছে। দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযানে সফল তিনি। তিন ম্যাচে নিয়েছেন নয় উইকেট। মরু শহরে চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে টিম ইন্ডিয়ার খেতাব জয়ের পিছনে রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীর অবদানের কথা সবারই জানা। পরশু চেন্নাই থেকে কলকাতায় আসছেন তিনি। লক্ষ্য ২২ মার্চ থেকে শুরু হতে চলা অষ্টাদশ আইপিএল। আসন্ন আইপিএলে বরুণকে নিয়ে সাফল্যের বিশাল স্বপ্ন দেখছে কলকাতা নাইট রাইডর্সও।

এহেন বরুণের যাত্রাপথটা সহজ ছিল না একেবারেই। আইপিএলে দুর্দান্ত পারফর্ম করেই ২০২১ সালে টিম ইন্ডিয়ার টি২০ বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন তিনি। দুবাইয়ের মাঠে খেলতে নেমে চরম ব্যর্থ হয়েছিলেন তিনি। তিন ম্যাচ খেলে কোনও উইকেট পাননি। পাকিস্তানের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার হারের পর দেশে না ফেরার হুমকি ফোনও পেয়েছিলেন বরুণ। আজ সাফল্যের আবহেও চার বছর আগের সেই অভিজ্ঞতার স্মৃতি টাটকা তাঁর মনে। আজ এক ইউটিউব চ্যানেলে সেই অভিজ্ঞতার কথা তুলে ধরে বরুণ বলেছেন, ‘২০২১ সালের টি২০ বিশ্বকাপের পর হুমকি ফোন পেয়েছিলাম। বলা হয়েছিল, দেশে ফির না। চেষ্টা করলেও ফিরতে পারবে না। কোনওরকমে ফিরেছিলাম দেশে। বিমানবন্দর থেকেই কয়েকজন বাইকে করে আমায় অনুসরণ করেছিল। আজ সেই দিনগুলোর কথা ভাবলে এখনও খারাপ লাগে।’

২০২১ সালের টি২০ বিশ্বকাপে ব্যর্থতার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বরুণ। ভেবেছিলেন, জাতীয় দলের হয়ে আর খেলার সুযোগ পাবেন না। জীবনের সেই কঠিন অধ্যায়কে আজ পিছনে ফেলে ফের জাতীয় দলে ফেরার পাশে সাদা বলের ক্রিকেটে এখন বরুণ অটোমেটিক চয়েজ। তাঁর কথায়, ‘একটা সময় মানসিক অবসাদে চলে গিয়েছিলাম। নিজের নামের প্রতি সুবিচার করতে না পারায় যন্ত্রণাটা তাড়া করেছিল আমায়। কঠিন সেই সময়ে নিজের পরিশ্রমের মাত্রা আরও বাড়িয়ে দিই। আগে অনুশীলনের সময় নেটে ৫০টি ডেলিভারি করতাম। ব্যর্থতার পর সংখ্যাটা ১০০ করে দিই। পরে তার ফলও পেয়েছি।’ সাদা বলের ক্রিকেটে টিম ইন্ডিয়ায় নিজেকে নিয়মিত করে তুললেও বরুণের জীবনে আক্ষেপও রয়েছে। তিনি টেস্ট খেলার স্বপ্ন দেখেন। কিন্তু ব্যক্তিগতভাবে মনে করেন, ভারতীয় দলের হয়ে টেস্ট খেলার সুযোগ কখনও হবে না তাঁর। বরুণের কথায়, ‘আমার টেস্ট খেলার ইচ্ছা রয়েছে। স্বপ্নও দেখি। কিন্তু মনে হয় না সেই স্বপ্নপূরণ হবে। কারণ, আমার বোলিং অনেকটা মিডিয়াম পেসারের মতো। তাছাড়া টেস্টের আঙিনায় দিনে ২৫-৩০ ওভার বল করার ক্ষমতা আমার নেই।’

বরুণের কখনও টেস্ট খেলা হবে কিনা, সময় তার জবাব দেবে। আপাতত কেকেআর বরুণের রহস্য স্পিনের ভরসায় আগামীর সাফল্য দেখতে শুরু করেছে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Sara-Shubman | শুভমন-সারার মনোমালিন্য! সমাজমাধ্যমে একে অপরকে করলেন ‘আনফলো’

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারতীয় ক্রিকেটের অন্যতম তারকা ব্যাটার...

Robert Lewandowski | পিছিয়ে পড়েও বার্সার দুর্দান্ত জয়ের রেশ ঢাকা পড়ল লেওয়ানডস্কির চোটে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ৩-১ গোলে পিছিয়ে পড়েও...

IPL | বাটলার ঝড়ে উড়ে গেল দিল্লি, ৭ উইকেটে ম্যাচ জিতল গুজরাত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দিল্লিকে ৭ উইকেটে হারিয়ে শনিবারের...

IPL 2025 | মোদি স্টেডিয়ামে আজ সিরাজ বনাম স্টার্ক, সেরার টক্করে গুজরাট-দিল্লি

আহমেদাবাদ: মিচেল স্টার্ক ম্যাজিক অব্যাহত। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে স্টার্কের...