উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাবা হলেন বলিউড অভিনেতা বরুণ ধওয়ান(Varun Dhawan)। অভিনেতার স্ত্রী নাতাশা দালালের(Natasha Dalal) কোল আলো করে এল ফুটফুটে কন্যসন্তান। সোমবার সকালে প্রসব যন্ত্রণা অনুভব করছিলেন নাতাশা। তড়িঘড়ি তাঁকে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে পরিচালক ডেভিড ধওয়ান তথা বরুণের বাবা কন্যাসন্তান হওয়ার কথা সংবাদমাধ্যমে জানান। তারপরই অনুরাগীদের ভালোবাসা ও শুভেচ্ছাবার্তায় ভাসছেন তারকা দম্পতি।
প্রসঙ্গত, বরুণ-নাতাশার বিয়ের ৩ বছর পূর্ণ হয়েছে। বিয়ের তিন বছর কাটতেই লক্ষ্মী এল তাঁদের ঘরে। অনুরাগীদের পাশাপাশি বরুণ ও নাতাশাকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড(Bollywood) তারকারা।