উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঋষিকেশে আসন্ন ছবির শুটিংয়ে গিয়ে জখম হলেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান (Varun Dhawan)। জানা গিয়েছে, আঙুলে গুরুতর চোট পেয়েছেন তিনি। তড়িঘড়ি তাঁকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। তবে আপাতত স্থিতিশীল রয়েছেন অভিনেতা।
সোশ্যাল মিডিয়ায় (Social Media) চোট পাওয়া আঙুলের ছবি শেয়ার করেছেন বরুণ। তবে চোটের জন্য শুটিং যাতে বন্ধ না হয়, সেদিকেও নজর রয়েছে অভিনেতার।

এর আগে ‘বর্ডার ২’-এর শুটিং করতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন বরুণ। সেই সময়ও শুটিং বন্ধ করেননি তিনি। ঋষিকেশে (Rishikesh) অভিনেত্রী পূজা হেগড়ের (Pooja Hegde) সঙ্গে তাঁদের আগামী ছবি ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’-এর শুটিং শুরু করেছেন বরুণ। শুটিংয়ের ফাঁকেই সেখানকার নানা ছবি, ভিডিও শেয়ার করছেন বরুণ-পূজা।