উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: স্ত্রী এবং কন্যাসন্তানকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বলিউড অভিনেতা বরুণ ধওয়ান (Varun Dhawan)। শুক্রবার সকাল সকাল মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে (Hinduja Hospital) পৌঁছে যান বরুণ। ওই হাসপাতালেই দিন কয়েক আগে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেতার স্ত্রী নাতাশা দালাল (Natasha Dalal)। সন্তান জন্মের পর দিন দুই হাসপাতালে থাকার পর শুক্রবার স্ত্রী এবং সন্তানকে বাড়ি আনতে ছুটলেন বরুণ। হাসপাতাল থেকে বেরিয়ে তোয়ালে মুড়িয়ে ছোট্টকন্য়াকে কোলে নিয়ে গাড়িতে ওঠার সময়ে পাপারাৎজির ক্যামেরাবন্দি হন অভিনেতা। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও।
সোমবার সকালেই প্রসব যন্ত্রণা অনুভব করেন বরুণের স্ত্রী নাতাশা। সঙ্গে সঙ্গেই তাঁকে ভর্তি করা হয় মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে। সেই সময় স্ত্রীকে আগলে রেখেছিলেন বরুণই। দ্রুত হাসপাতালে পৌঁছেছিলেন বরুণের বাবা পরিচালক ডেভিড ধাওয়ান সহ পরিবারের অন্যান্য সদস্যরা। পাপারাজ্জিদের কাছে ডেভিডই নিশ্চিত করেন বরুণের মেয়ে হওয়ার খবর।