উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লরেন্স বিষ্ণোইয়ের (Lawrence Bishnoi) নাম করে বলিউড অভিনেতা সলমন খানকে (Salman Khan) প্রাণনাশের হুমকি দেওয়ার পাশাপাশি ৫ কোটি টাকা দাবি (Ransom) করেছিলেন। এবার সেই অভিযোগেই জামশেদপুর (Jamshedpur) থেকে গ্রেপ্তার করা হল এক সবজি বিক্রেতাকে (Vegetable seller arrested)।
গত ১৮ অক্টোবর মুম্বই ট্র্যাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরে লরেন্স বিষ্ণোইয়ের নাম করে একটি হুমকিমূলক বার্তা আসে। সেই বার্তায় বলা হয়, সলমন খান যদি বেঁচে থাকতে চান এবং লরেন্সের সঙ্গে শত্রুতা শেষ করতে চান, তবে তাঁকে অবিলম্বে ৫ কোটি টাকা দিতে হবে। নইলে বাবা সিদ্দিকির থেকেও করুণ পরিণতি হবে তাঁর। এরপর ওই ফোন নম্বরের সূত্র ধরেই তদন্তে নামে মুম্বই পুলিশ। পরে জানা যায়, ওই নম্বর জামশেদপুরের। এরপর জামশেদপুর থেকে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগ, লরেন্সের নাম করে তিনিই সলমনকে হুমকি দিয়েছিলেন।
উল্লেখ্য, কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়ানোর পর থেকেই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (Lawrence Bishnoi gang) নিশানায় রয়েছেন সলমন খান। মাস কয়েক আগে তাঁর বাড়ির বাইরেও গুলি চালানোরও অভিযোগ রয়েছে বিষ্ণোই গ্যাংয়ের বিরুদ্ধে। সম্প্রতি দশেরার দিন মহারাষ্ট্রে খুন হয়েছেন সলমন ঘনিষ্ঠ এনসিপি নেতা বাবা সিদ্দিকি। সেই ঘটনার দায় স্বীকার করেছে বিষ্ণোই গ্যাং। এই ঘটনার পর থেকেই একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন সলমন। এরপরই ভাইজানের নিরাপত্তা বাড়ানো হয়েছে। সর্বক্ষণ নিরাপত্তার বেড়াজালে থাকতে হচ্ছে তাঁকে।