Friday, June 28, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গটানা বৃষ্টির পর প্রখর রোদ, সবজির দাম বৃদ্ধিতে বাজারে হাত পুড়ছে আমজনতার

টানা বৃষ্টির পর প্রখর রোদ, সবজির দাম বৃদ্ধিতে বাজারে হাত পুড়ছে আমজনতার

কোচবিহার: কয়েকদিনের টানা বৃষ্টির পর প্রখর রোদ। সরাসরি প্রভাব ফেলেছে সবজি বাজারে। এ মুহূর্তে বাজারে বেশিরভাগ সবজির গড় দাম গিয়ে দাঁড়িয়েছে ৬০ থেকে ৭০ টাকা প্রতি কেজি। স্বাভাবিকভাবেই বাজারে গিয়ে সবজি কিনতে হাত পুড়ছে ক্রেতাদের। তবে এখানেই শেষ নয়। ব্যবসায়ীরা জানিয়েছেন, গ্রামগঞ্জে সবজির খেতের যা অবস্থা তাতে আগামী কয়েকদিনে সবজির দাম আরও অনেকটা বাড়তে পারে।

সবজির দাম বাড়ায় বাজারে গিয়ে প্রায়ই ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে বচসা লক্ষ করা যাচ্ছে। দেশবন্ধু বাজারে সবজি কিনতে গিয়ে দাম শুনে স্নেহাশিস চৌধুরী নামে এক ক্রেতা কিছুটা রসিকতা করে বিক্রেতাকে বললেন, ‘এখন সবজির যা দাম, এর থেকে সোনা কেনা সহজ।’ তবে স্নেহাশিস কথাগুলো রসিকতার সুরে বললেও অধিকাংশ ক্রেতাই বাজারে গিয়ে সবজির দাম শুনে হাঁফিয়ে উঠছেন। কারণ তিন-চারশো টাকার সবজি কিনলেও তাতে ব্যাগ ভর্তি হচ্ছে না।

গত কয়েকদিনে কোচবিহার জেলার ভবানীগঞ্জ বাজার, দেশবন্ধু মার্কেট, চাকির বাজার, রেলগেট বাজার, জামাই বাজার, রাজা বাজার, শুংশুঙ্গি বাজার সহ বিভিন্ন বাজারে সবজির দাম দেখে মাথায় হাত ক্রেতাদের। চালকুমড়া প্রতি পিস ৩০ টাকায় বিক্রি হচ্ছে। কয়েকদিন আগেও যা ছিল ১০ টাকা করে। অন্যদিকে আদা, রসুন, কাঁচা লংকাতে হাত দেওয়াই দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আদা, রসুন ৩০০ টাকা করে কেজি। অন্যদিকে কাঁচা লংকা বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। যা কিনতে গিয়ে নাভিশ্বাস অবস্থা  ক্রেতাদের।

বড় বাজারের সবজি ব্যবসায়ী বাবলু বর্মন বলেন, ‘বাজারের যা অবস্থা তাতে ক্রেতাদের কাছে সবজির দাম চাইতে আমাদেরই ভয় লাগছে। কিন্তু কী করব, আমরাও প্রয়োজন অনুযায়ী সবজি পাচ্ছি না। আমাদেরকেই অনেকটা বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে।’ কোচবিহার শহরের বাসিন্দা সুব্রত সূত্রধর বলেন, ‘সবজির যা দাম তাতে সবজি কেনাই প্রায় বন্ধ করে দিয়েছি।’

সবজির দাম প্রসঙ্গে জেলা কৃষি ও উদ্যানপালন দপ্তরের আধিকারিক এসপি সিং বলেন, ‘গত কয়েকদিন ধরে একটানা প্রচুর বৃষ্টিপাত হওয়ার পর গত দু’দিন ধরে আবার কড়া রোদ ওঠায় সবজি গাছ প্রচুর পরিমাণে মরে যাচ্ছে। এর ফলেই সবজির দামের এই অবস্থা দেখা দিয়েছে।’

জেলা কৃষি ও উদ্যানপালন দপ্তর সূত্রে জানা গিয়েছে, কোচবিহার জেলায় প্রায় ৬৪ হাজার হেক্টর জমিতে সবজি চাষ করা হয়। কয়েকদিন ধরে একটানা বৃষ্টির পর গত দু’-তিনদিন ধরে আবার কাঠফাটা রোদ উঠতে শুরু করায় ক্ষতির মুখে পড়েছেন জেলার সবজিচাষিরা। জানা গিয়েছে, এর ফলে অধিকাংশ সবজির গাছ মরে যাচ্ছে। যার সরাসরি প্রভাব এসে পড়েছে সবজি বাজারগুলিতে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে দাঁড়িয়েছে যে, এর ফলে বাজারগুলিতে সবজির জোগান যেমন অনেকটা কমে গিয়েছে, তেমনই অধিকাংশ সবজির দাম দুই থেকে তিনগুণ করে বেড়ে গিয়েছে।

Solanki Paul
Solanki Paulhttps://uttarbangasambad.com/
Solanki Paul is working as Sub Editor based in Darjeeling district of West bengal since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Nisith Pramanik | দীর্ঘদিন স্কুলমুখী হন না ‘শিক্ষক’ নিশীথ, শিক্ষামন্ত্রীর কাছে দরবার উদয়নের

0
শুভঙ্কর সাহা, দিনহাটা: প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik) দীর্ঘদিন ধরে স্কুলে যান না। তাঁর বেতনও বন্ধ। তবুও শিক্ষা দপ্তর কেন তাঁর বিরুদ্ধে...

Amarnath Yatra | কঠোর নিরাপত্তায় শুরু অমরনাথ যাত্রা, চলবে ৫৩ দিন

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুরু হল অমরনাথ যাত্রা(Amarnath Yatra)। শুক্রবার ভোরে শৈবতীর্থ অমরনাথের উদ্দেশে রওনা দিলেন তীর্থযাত্রীদের দল। এদিন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বালতাল...

Kolkata airport | পুনেগামী বিমানে বোমাতঙ্ক! কলকাতা বিমানবন্দরে যাত্রীদের নামিয়ে তল্লাশি

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কলকাতা বিমানবন্দরে (Kolkata airport) বোমাতঙ্ক। শুক্রবার সকালে কলকাতা থেকে পুনে যাওয়ার এয়ার এশিয়ার ফ্লাইটে বোমাতঙ্ক ছড়ায়। জানা গিয়েছে, বিমানটিতে একশোর...

Delhi Rain | ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি-এনসিআর, প্লাবিত বহু রাস্তা

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রাক বর্ষায় প্লাবিত দিল্লি এবং এনসিআর। বৃহস্পতিবার মাঝরাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। শুক্রবার সকালেও ভারী বৃষ্টি হচ্ছে দিল্লিতে (Delhi Rain)।...

Elephant | কাঁঠালের লোভে গ্রামে হাতি

0
শুভদীপ শর্মা, লাটাগুড়ি: কাঁঠাল পাকতেই বিপদের মুখে গরুমারা জঙ্গল (Gorumara National Park) লাগোয়া বিভিন্ন বনবস্তিবাসীরা। প্রায় প্রতি রাতেই পাকা কাঁঠালের লোভে লোকালয়ে হানা দিচ্ছে...

Most Popular