কলকাতা: করোনায় আক্রান্ত কিংবদন্তি ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। জানা গিয়েছে, তাঁর শরীরে করোনার মৃদু উপসর্গ ছিল। তাই কোনওরকম ঝুঁকি না নিয়ে রবিবার তাঁকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তাঁকে নিয়ে উদ্বেগে রয়েছেন ফুটবলপ্রেমীরা।
সম্প্রতি, প্রয়াত হন প্রাক্তন ফুটবলার ও কোচ সুভাষ ভৌমিক। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। সাড়ে তিন মাস ধরে ডায়ালিসিস চলছিল তাঁর।