উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশে নতুন উপরাষ্ট্রপতি (Vice President) হয়েছেন সিপি রাধাকৃষ্ণণ (CP Radhakrishnan)। তারপর এই প্রথম মঙ্গলবার সংসদ ভবনে রাজ্যসভার সাংসদদের নিয়ে বৈঠক করলেন তিনি। পাশাপাশি সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলেন।
রাজ্যসভা যাতে নির্বিঘ্নে চালানো যায়, তার জন্য সকলের কাছে সহযোগিতাও চান তিনি। পাশাপাশি তিনি রাজ্যসভার সাংসদদের অনুরোধ করেন, আপনারা কেউ লক্ষণরেখা অতিক্রম করবেন না।
বাদল অধিবেশনে বিরোধীদের বিক্ষোভের জেরে উত্তাল হয়ে উঠেছিল সংসদ। বার বার মুলতুবি করতে হয় সংসদের দুই কক্ষই। এবার যেন ওই ঘটনার পুনরাবৃত্তি না হয় সাংসদদের সেই বার্তাই দিয়েছেন উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার নতুন চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণণ।
তাঁর কথায়, ‘নিজের বক্তব্য পেশ করার অধিকার সবার আছে। সেটা আমাদের কর্তব্যের মধ্যেও পড়ে। কিন্তু তাই বলে লক্ষণরেখা অতিক্রম করা যাবে না।’
বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রীদের দীর্ঘ সময় ধরে রাজনৈতিক বক্তৃতা দেওয়ার বদলে সংক্ষিপ্ত ও তথ্য নির্ভর উত্তর দেওয়ার দাবি জানান বিরোধীরা।
তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ বলেন, ‘সংসদ টিভিতে বিরোধীদের বক্তব্য সেন্সর করা বন্ধের আর্জি জানাচ্ছি। তারা যেন সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা বজায় রাখে।’
সামনে বিহারে বিধানসভা ভোট রয়েছে। তার পরেই শীতকালীন অধিবেশন শুরু হতে পারে। তার আগে রাজ্যসভার সাংসদদের সঙ্গে সিপি রাধাকৃষ্ণণের এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ।

