উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভিকি কৌশল (Vicky Kaushal) এবং রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna) অভিনীত ‘ছাবা’ (Chhaava) মুক্তি পাচ্ছে শুক্রবার। তার আগে জোর প্রচারের ময়দানে নামেন অভিনেতা। দেশের বিভিন্ন প্রান্তের মেট্রো সিটিতে জমিয়ে প্রচার সারেন তিনি। বুধবার সিদ্ধি বিনায়কে পুজো দিয়েছিলেন ভিকি। আর এদিন ছুটে গেলেন প্রয়াগরাজে মহাকুম্ভে (Vicky Kaushal at Maha Kumbh)।
#WATCH | Prayagraj, Uttar Pradesh | Actor Vicky Kaushal says, “I am feeling good. I was waiting to visit Mahakumbh. I am fortunate as I got the opportunity to come here.” https://t.co/qF4dmU1cKV pic.twitter.com/e1oTgSh35c
— ANI (@ANI) February 13, 2025
এদিন ভিকির পরনে ছিল কালো শার্ট। চোখে রোদচশমা। ফেরিঘাটের আগে প্রযোজকের সঙ্গে নৌকাবিহারে দেখা যায় অভিনেতাকে। সেখানে ভিকি জানান, ‘দারুণ অনুভূতি। মহাকুম্ভে অংশ নিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে।’ এদিনই প্রযোজক দীনেশ বিজনের সঙ্গে ত্রিবেণী সঙ্গমে ডুব দেওয়ার কথা ভিকির।
#WATCH | Prayagraj, Uttar Pradesh | Actor Vicky Kaushal visits Mahakumbh 2025. pic.twitter.com/GrnSQtVnkO
— ANI (@ANI) February 13, 2025
‘ছাবা’য় সম্ভাজির চরিত্র পর্দায় ফুটিয়ে তোলার জন্য একমুখ দাঁড়ি রাখতে হয়েছে অভিনেতাকে। কখনও ২৫ কিলো ওজন বাড়িয়েছেন। দীর্ঘ কয়েক মাস শুট চলাকালীনও কম কসরত করেননি ভিকি। ছবিতে রশ্মিকাকেও ছত্রপতি সম্ভাজির স্ত্রী যেশুবাঈয়ের ভূমিকায় দেখা যাবে। ট্রেলারে ভিকি কৌশলকে দেখে মুগ্ধ দর্শকরা। ছবিটি এবার বলিউডে বক্স অফিসে কতটা ঝড় তুলবে, সেদিকেই তাকিয়ে সকলে।