বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

National Commission for Women | নয়া চেয়ারম্যান পেল জাতীয় মহিলা কমিশন, ঘোষণা কেন্দ্রের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবশেষে জাতীয় মহিলা কমিশনের (National Commission for Women) নয়া চেয়ারম্যানের নাম ঘোষণা করল কেন্দ্র। রেখা শর্মার বিদায়ের পর পরবর্তী চেয়ারম্যান (New Chairperson) হচ্ছেন বিজয়া কিশোর রাহাতকর (Vijaya Kishore Rahatkar)। এনিয়ে শনিবার একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এর আগে জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান ছিলেন রেখা শর্মা (Rekha Sharma)। গত ৬ আগস্ট তাঁর কার্যকাল শেষ হয়েছে। প্রায় একমাসেরও বেশি সময় পর সেই পদে নিয়োগ করা হল বিজয়া কিশোর রাহাতকরকে। তাঁর মেয়াদ অবিলম্বে শুরু হতে চলেছে। কেন্দ্রের অনুমোদনের পর মহিলা কমিশনের তরফে শনিবার এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান পদে শ্রীমতি বিজয়া কিশোর রাহাতকরকে নিযুক্ত করেছে কেন্দ্রীয় সরকার।’

প্রসঙ্গত, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার বাসিন্দা বিজয়া কিশোর রাহাতকর। ১৯৯৫ সালে তিনি বুথ কর্মী হিসেবে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তারপর থেকে ধীরে ধীরে তিনি দলের মধ্যে অগ্রসর হন। বিগত কয়েক দশক ধরে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। বর্তমানে বিজেপির জাতীয় সম্পাদক এবং দলের রাজস্থান ইউনিটের সহ-ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এবার তাঁকে নিযুক্ত করা হল জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান পদে।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

Delhi CM | প্রথমবারের বিধায়ক রেখা গুপ্তাই দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী, ঘোষণা বিজেপির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামী ৫ বছর দিল্লির রাজপাট...

Delhi CM Oath Taking Ceremony | মুখ্যমন্ত্রী নির্বাচন আজ সন্ধ্যেয়, শপথগ্রহণের আমন্ত্রণপত্র বিলি শুরু দিল্লিতে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার শপথ নেবেন দিল্লির নয়া...

Delhi High Court | ‘বাড়তি টিকিট বিক্রি কেন?’, নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনায় রেলকে ভর্ৎসনা হাইকোর্টের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট (New Delhi...

Karnataka CM Siddaramaiah | জমি দুর্নীতি মামলায় বড় স্বস্তি সিদ্দারামাইয়ার! ক্লিনচিট দিল কর্ণাটকের লোকায়ুক্ত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জমি দুর্নীতি মামলায় বড় স্বস্তি...