উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবশেষে জাতীয় মহিলা কমিশনের (National Commission for Women) নয়া চেয়ারম্যানের নাম ঘোষণা করল কেন্দ্র। রেখা শর্মার বিদায়ের পর পরবর্তী চেয়ারম্যান (New Chairperson) হচ্ছেন বিজয়া কিশোর রাহাতকর (Vijaya Kishore Rahatkar)। এনিয়ে শনিবার একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
এর আগে জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান ছিলেন রেখা শর্মা (Rekha Sharma)। গত ৬ আগস্ট তাঁর কার্যকাল শেষ হয়েছে। প্রায় একমাসেরও বেশি সময় পর সেই পদে নিয়োগ করা হল বিজয়া কিশোর রাহাতকরকে। তাঁর মেয়াদ অবিলম্বে শুরু হতে চলেছে। কেন্দ্রের অনুমোদনের পর মহিলা কমিশনের তরফে শনিবার এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান পদে শ্রীমতি বিজয়া কিশোর রাহাতকরকে নিযুক্ত করেছে কেন্দ্রীয় সরকার।’
প্রসঙ্গত, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার বাসিন্দা বিজয়া কিশোর রাহাতকর। ১৯৯৫ সালে তিনি বুথ কর্মী হিসেবে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তারপর থেকে ধীরে ধীরে তিনি দলের মধ্যে অগ্রসর হন। বিগত কয়েক দশক ধরে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। বর্তমানে বিজেপির জাতীয় সম্পাদক এবং দলের রাজস্থান ইউনিটের সহ-ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এবার তাঁকে নিযুক্ত করা হল জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান পদে।