নয়াদিল্লি: উপমহাদেশীয় সফরে নিউজিল্যান্ড। প্রথমে আফগানিস্তান, তারপর শ্রীলঙ্কা। অক্টোবরে গুরুত্বপূর্ণ ভারত সফরে তিনটি টেস্টও খেলবে কিউয়িরা। উপমহাদেশীয় আবহাওয়ায় টেস্টের চ্যালেঞ্জ সামলাতে বিশেষ পদক্ষেপ কিউয়ি টিম ম্যানেজমেন্ট, বোর্ডের। চলতি সফরের জন্য কোচিং স্টাফে রদবদল। ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত করা হল ভারতের প্রাক্তন বিশ্বজয়ী কোচ বিক্রম রাঠোরকে। স্পিন বোলিং কোচের দায়িত্বে শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার রঙ্গনা হেরাথ।
সোমবার নয়ডায় আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে মুখোমুখি হবে। ইতিমধ্যেই কেন উইলিয়ামসনরা পা রেখেছেন ভারতের মাটিতে। রাচিন রবীন্দ্রর মতো কয়েকজন তারকা আগেভাগে এসে চেন্নাই সুপার কিংস অ্যাকাডেমিতে প্রস্তুতি শুরুও করে দেন। নয়ডায় আফগানিস্তানের বিরুদ্ধে খেলে শ্রীলঙ্কা সফর (প্রথম টেস্ট শুরু ১৮ সেপ্টেম্বর)। জোড়া সিরিজের জন্যই ভারত-শ্রীলঙ্কার পরিস্থিতি সম্পর্কে অবহিত রাঠোর-হেরাথদের সাপোর্ট স্টাফে অন্তর্ভুক্ত করা।
গত টি২০ বিশ্বকাপ ফাইনালে জেতার পর রাহুল দ্রাবিড়ের পাশাপাশি সরে দাঁড়ান রাঠোরও। সেই রাঠোরের সাহায্য নেওয়া হচ্ছে আফগান-হার্ডল অতিক্রমে। হেরাথ অপরদিকে সাকলিন মুস্তাকের জায়গা নিচ্ছেন। ঘরোয়া দায়বদ্ধতার জন্য দায়িত্ব ছেড়েছেন প্রাক্তন পাক অফস্পিনার সাকলিন। বিকল্প হিসেবে হেরাথ। আফগানিস্তানের পাশাপাশি শ্রীলঙ্কা সফরেও মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র, আজাজ প্যাটেলদের গাইড করবেন।
নিউজিল্যান্ড দলের হেডকোচ গ্যারি স্টিড বলেছেন, ‘রঙ্গনা, বিক্রমের অন্তর্ভুক্তিতে আমরা খুশি। বিশ্ব ক্রিকেটে দুজন অত্যন্ত সমাদৃত। আমি জানি, দলের প্লেয়াররা ওঁদের থেকে শেখার জন্য মুখিয়ে রয়েছে।’ হেরাথের অন্তর্ভুক্তি নিয়ে কেন উইলিয়ামসনদের হেডস্যর আরও বলেন, ‘দলে তিনজন বাঁহাতি অর্থডক্স স্পিনার— আজাজ প্যাটেল, মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র। উপমহাদেশে আগামী তিন টেস্টে রঙ্গনা হেরাথের সাহচর্যে উপকৃত হবে ওরা।’